Loading..

প্রেজেন্টেশন

০৩ মার্চ, ২০২১ ১০:২২ অপরাহ্ণ

জন্মভূমি - কবি রবীন্দ্রনাথ ঠাকুর

শিখনফল


এই পাঠ শেষে শিক্ষার্থীরা .....

ক) কবিতাটির লেখক পরিচিত সম্পর্কে বলতে পারবে

খ) কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে

  • গ) মাতৃভূমির প্রতি কবির মমত্ববোধ ও দেশপ্রেম ব্যাখ্যা করতে পারবে


    নতুনত্ব এই কন্টেন্ট এর মুল বৈশিষ্ট্য ।


  • সম্মানিত শিক্ষক বাতায়ন সংশ্লিষ্ট কন্টেন্ট বিচারক মণ্ডলী, মডারেটর, পেডাগলজি, সেরা কন্টেন্ট নির্মাতা, কন্টেন্ট আপলোডকারী শিক্ষক মহোদয় ও বাতায়নের সর্বশ্রেনির সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম ।

    আমার আজকের কন্টেন্ট টি ষষ্ট শ্রেণির রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মভূমি’ কবিতা সম্পর্কে ।

    কন্টেন্ট এর যথেষ্ট নিয়ম-কানুন মেনে নির্মান করা হয়েছে এবং শ্রেণি শিক্ষার্থীর শিক্ষণ শেখানো কাজের উপযোগী করে তৈরি করা হয়েছে ।

    পাঠের ধারাবাহিকতা রক্ষা করে পর্যাপ্ত ছবি সংযোজন করা হয়েছে ।

    পরিশেষে বলতে হয় শিক্ষার্থীরা যাতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি গভীর মমত্ববোধ  উপলম্বি করে তার জন্য অডিও ভিডিও সংযুক্ত করেছি ।

    আমার শত প্রচেষ্টা সর্ত্বেও আপনাদের দর্শনে আমার ভুল ক্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। 

    শিক্ষার্থী ছাড়াও যারা কন্টেন্ট নির্মানে অপেক্ষাকৃত দুর্বল তাদের জন্য শিক্ষণীয় রয়েছে এই কন্টেন্ট টিতে ।