Loading..

প্রেজেন্টেশন

০৫ মার্চ, ২০২১ ০৭:২৫ পূর্বাহ্ণ

আসক্তি

প্রযুক্তি আসক্তি কী? কম্পিউটার, স্মার্টফোন, গেমিং সিস্টেমবিশেষ করে পর্দায় কাজ করা যায় এমন যেকোনো যন্ত্রের প্রতি তীব্র টান হলো প্রযুক্তি আসক্তি। বিশেষ করে কিশোরদের মধ্যে প্রযুক্তি আসক্তি দেখা গেলেও সব বয়সের মানুষই এতে আসক্ত হতে পারে। প্রযুক্তি আসক্তি মানুষে মানুষে সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো দুর্বল করে দেয়। আমার আজকের কনটেন্ট আসক্তি নিয়ে।এই পাঠ শেষে ছাত্র-ছাত্রীরা জানতে পারবে-

ক) আসক্তি বলতে কী বুঝায় তা বলতে পারবে?

খ) আসক্তির কারণ সমূহ জানতে পারবে?

গ) আসক্তি দূর করার উপায় সমূহ জানতে পারবে?