Loading..

প্রেজেন্টেশন

০৯ মার্চ, ২০২১ ১১:০৫ অপরাহ্ণ

ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি

১) আলোচনার বিষয়বস্তু:

ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি(Land related Agricultural Technology)

কৃষি শিক্ষা: ১ম পত্র।অধ্যায়: দ্বিতীয়।

শ্রেণী: একাদশ ও দ্বাদশ ও ২০২১ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ।

(২) শিখন ফল:

এই পাঠ শেষে শিক্ষাথীগণ যা করতে পারবে:

* ভূমি ও মাটির পার্থক্য করতে পারবে।

* মাটির PH এর কমার ফলে কি হতে পারে তা নির্ধারণ করতে পারবে।

* অম্ল মাটির বৈশিষ্ট্যগুলো বলতে পারবে।

(৩) ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি (Land Related Agricultural Technology) কি?:

ভূমির প্রকৃতির সাথে সংগতিপূর্ণ কৃষি প্রযুক্তিকে ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি বলা হয়। 

(৪) ভূমি (Land):

আমরা সাধারণত ভূমি বলতে আবাদি কিংবা অনাবাদি জমিকেই বুঝি। কিন্তু ভূমি বা জমি কথাটির অর্থ অত্যন্ত ব্যাপক। সাধারণভাবে সকল আবাদি ও অনাবাদি ভূমি এবং নদ-নদী, খাল-বিল, নালা-ডোবা, পুকুর, বাড়ি-ঘর, দালান কোঠা সহ স্থলভূমির সাথে স্থায়ীভাবে যুক্ত রয়েছে, তাকেই ভূমি বলে গণ্য হবে।

(৫) মাটির সংজ্ঞাঃ

মৃৎবিজ্ঞানীগণ মাটির নানারূপ সংজ্ঞা দিয়েছেন, যেমনঃ

(১) ভূ-পৃষ্ঠের নরম আবরনের নাম মৃত্তিকা।

(২) উদ্ভিদ জন্মানোর উপযোগী খনিজ, জীব ও জৈব সমন্বয়ে গতিশীল প্রাকৃতিক বস্তুকে মৃত্তিকা বলে

(৩) সময়ের ব্যবধানে জলবায়ূ ও জৈব পদার্থের সমন্বিত প্রভাবে রূপান্তরিত উৎস শিলা সৃষ্ট গাছ জন্মানোর উপযোগী ভূ-পৃষ্ঠের প্রাকৃতিক বস্তর সমষ্টিকে মৃত্তিকা বলে

(৪) পৃথিবীর উপরিভাগের যে নরম স্তরে গাছপালা মূল স্থাপন করে রস শোষণ করে জন্মায় ও বৃদ্ধি পায় তাকে মাটি বলে

(৫) মাটি হচ্ছে কঠিন পদার্থের ছোট ছোট টুকরা, পানি ও বায়ুর সমন্বয়ে গঠিত যৌগিক পদার্থ

(৬) পৃথিবীর শক্ত আবণের সবচেয়ে উপরের স্তরকে মাটি বলে।

যুক্তরাষ্ট্র কৃষি (USDA) বিভাগ অঅনুসারে-“মাটি হচ্ছে প্রাকৃতিক বস্তুর সমষ্টি তা ভূ-পৃষ্ঠেকে স্তরাকারে আবরিত করেছে, যা শিলা থেকে জলবায়ু ও জীবকার্যের সমন্বিত প্রক্রিয়ায় তৈরি হয়েছে, তা সময়ের ব্যবধানে পরিবর্তিত হয়ে অবস্থাভেদে বর্তমান রূপ  লাভ করেছে এবং যেখানে গাছ জন্মায়।“

(৬) মাটির বিক্রিয়া (Soil Reaction):

মাটিতে হাইড্রোজেন আয়তনের ঘনত্বের (গ্রাম/লিটার) ঋণাত্মক লগারিদমকে মাটির অম্লমান বলে। অর্থাৎ, PH=- log[H+]।  P এর মূল শব্দ Pondus তার অর্থ ওজন। ১-১৪ সংখ্যা দ্বারা অম্লমান উল্লেখ করা হয়। কোনো মাটির অম্লমান ৭.০ এর নিচে হলে তা মাটির অম্লত্ব এবং অম্লমান ৭.০ এর উপরে উঠে গেলে মাটির ক্ষারত্ব প্রকাশ করে।

(৭) মাটির PH:

মাটির বিক্রিয়ার একক হচ্ছে মাটির পিএইচ (PH)। মাটিতে হাইড্রোজেন আয়তনের ঘনত্বের (গ্রাম/লিটার) ঋণাত্মক লগারিদমকে মাটির অম্লমান বলে। অর্থাৎ, PH=- log[H+]। P এর মূল শব্দ Pondus তার অর্থ ওজন। ১-১৪ সংখ্যা দ্বারা অম্লমান উল্লেখ করা হয়।

(৮) মাটির শ্রেণীবিভাগ:

মাটির অম্লমান অনুসারে মাটি ৩ ভাগে ভাগ করা যায়:

১) অম্লীয় মাটি: অম্লমান ৭ এর কম।

(২) নিরপেক্ষ মাটি: অম্লমান ৭(+-০.২)

(৩) ক্ষারীয় মাটি: অম্লমান ৭ এর বেশি।

মাটির অম্লমান ৭.০ এর নিচে হলে তা মাটির অম্লত্ব এবং অম্লমান ৭.০ এর উপরে উঠে গেলে মাটির ক্ষারত্ব প্রকাশ করে।

কোনো দ্রবণে সক্রিয় হাইড্রোজেন আয়নের [H+] ঘনত্ব যত বেশি হবে তার pH মান তত কম হবে এবং অম্লত্ব তত বৃদ্ধি পাবে।

অন্যদিকে, কোনো দ্রবণে সক্রিয় হাইড্রোক্সিল আয়নের [OH-] ঘনত্ব যত বেশি হবে তার pH মান তত বাড়বে হবে এবং ক্ষারত্ব তত বৃদ্ধি পাবে।

(৯) অম্ল মাটির বৈশিষ্ট্যগুলো:

এই মাটির পিএইচ মান ৭ এর নিচে থাকে।

N,P,K,S জাতীয় সারগূলোর দ্রবণীয়তা কমে যায়।

Ca, Mg প্রাপ্যতা কমে যায়।

Fe,Al দ্রবণীয়তা বেড়ে বিষাক্ততা দেখা দিতে পারে।

Zn,B সহজলভ্যতা বেড়ে যায়।

মাটিতে উপকারী অনুজীবের কার্যকারিতা কমে যায়।

ক্ষতিকর ছত্রাকের কার্যকারিতা বেড়ে যায়।

মাটিতে বিয়োজন কমে যায়।

(১০) অম্ল মাটির প্রভাব:

গাছের জন্য N,P,K,S,Ca, Mg এর প্রাপ্যতা কমে যায়।

Fe,Al দ্রবণীয়তা বেড়ে বিষাক্ততা দেখা দিতে পারে।

মাটিতে উপকারী অনুজীবের কার্যকারিতা কমে যায়।

ক্ষতিকর ছত্রাকের কার্যকারিতা বেড়ে যায়।

মাটিতে বীজের অন্কুরোদগম ভালো হয় না।

রোগের প্রকোপ বেড়ে যায়।

ধন্যবাদ