Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৩ মার্চ, ২০২১ ১১:৫৫ অপরাহ্ণ

শখের মৃত শিল্প

আমাদের দেশের সব চেয়ে প্রাচীন শিল্প হলো মাটির শিল্প বা মৃতশিল্প।মাটির শিল্প বাংলার ঐতিহ্য ও গৌরবের বিষয়। 

আমাদের দেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির বিভিন্ন ধরনের জিনিস।

প্রাচিন কালে মাটির জিনিসের অনেক কদর ছিল।মাটির পাত্রে রান্না করা, খাবার খাওয়া ইত্যাদি কাজ চলতো।

মাটির জিনিস স্বাস্থ্য সম্মত।

এটেল মাটি হলো এ শিল্পের প্রাধান উপকরণ। কারিগররা হাতের নৈপূন্য  কারিগরি জ্ঞান দিয়ে অনেক যত্ন সহকারে মাটির জিনিস তৈরি থাকেন।

যেমন -কলস,হাড়ি,সরা,বাসনকোসন, পেয়ালা,সুরাই,মটকা,জালা,পিঠে তৈরির ছাচ ইত্যাদি। 

এছাড়া টেপা পুতুল, শখের হাড়ি উল্লেখযোগ্য। 

এখনো গ্রামবাংলার বিভিন্ন মেলা, উতসব পার্বনে মাটির বিভিন্ন ধরনের জিনিসের পসরা বসে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি