Loading..

প্রেজেন্টেশন

১৬ মার্চ, ২০২১ ০৭:১৭ অপরাহ্ণ

মানুষ (নবম-দশম শ্রেণি)

ইসলাম, কাজী নজরুল (১৮৯৯-১৯৭৬)  বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তাঁর লেখা অনন্য অসাধারণ কবিতা "মানুষ"। আলোচ্য কবিতায় কবি নিপুণহাতে ধর্মীয় গোড়ামি ও ভণ্ডামির শৃঙ্খলা রয়েছে তা ভেঙ্গে ফেলতে চেয়েছেন । কবির বলিষ্ঠ উচ্চারণে মোল্লা-পুরুতের স্বরূপ উন্মোচিত হয়েছে । 

ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । 

করোনার সেকেন্ড ওয়েভে নিচে সচেতন হোন, বার বার সাবান দিয়ে হাত ধোন ।


আজ উপস্থাপন করছি নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বই-এর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত মানুষ কবিতাটি।

শিক্ষার্থী শিখতে পারবে -

১ . কবি পরিচিতি বলতে পারবে ।

২. কঠিন শব্দের অর্থ বলতে পারবে ।

৩. ধর্মমানবিক মূল্যবোধের সম্পর্ক নিরুপণ করতে পারবে ।

৪. ‘মানুষের চেয়ে বড় কিছু নেই’ – কথাটির তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে । 


পদ্যাংশের লিংক সমূহ -


১। বঙ্গবাণী

২। কপোতাক্ষ নদ

৩। জীবন সঙ্গীত

৪। জুতা-আবিস্কার

৫। ঝর্ণার গান