Loading..

প্রেজেন্টেশন

১৬ মার্চ, ২০২১ ১০:১৩ অপরাহ্ণ

পল্লি সাহিত্য ---ড.মুহম্মদ শহীদুল্লাহ

পল্লিগ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। চারদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। পল্লির ঘাটে মাঠে, পল্লির আলোবাতাসে, পল্লির প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু-সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে।।  লেখকের পরিচয় বলতে পারবে।

২।  নির্বাচিত অংশের সারাংশ আলোচনা করতে পারবে।

৩।  শব্দার্থ বলতে ও লিখতে পারবে।

৪। পল্লীর পরতে পরতে যে সমৃদ্ধ সাহিত্য ছড়িয়ে আছে তার পক্ষে যুক্তি উপস্থাপন করতে পারবে।