Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১০ এপ্রিল, ২০২১ ১২:০৩ অপরাহ্ণ

মুদ্রাস্ফীতি

মুদ্রাস্ফীতি

সাধারণত মুদ্রা বলতে অর্থ বা টাকা বোঝায় আর স্ফীতি হলো কোন কিছুর পরিমাণ বৃদ্ধি। সুতরাং মুদ্রাস্ফীতি বলতে উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের পরিমাণ বা অর্থের যোগান বৃদ্ধিকে বোঝায়।যদি দ্রব্য সামগ্রীর যোগান বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বৃদ্ধি পায়, তবে মুদ্রা বা অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। 

দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার এরূপ প্রবণতা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে সে অবস্থাকে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলে। 

মুদ্রাস্ফীতির সঠিক সংজ্ঞা নির্ধারণ করা কঠিন। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে এর সংজ্ঞা প্রদান করেছেন।

অর্থনীতিবিদ ক্রাউথারের মতে, "মুদ্রাস্ফীতি এরূপ একটি পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং দ্রব্যের দাম ক্রমেই বৃদ্ধি পায়। "

অধ্যাপক কুলবর্ন -এর মতে, "Inflation is such a situation when too much money chases too few goods. "

অধ্যাপক লর্ড কেইনসের মতে, "পূর্ণ নিয়োগ ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ স্থির থেকে মোট চাহিদা বৃদ্ধির দ্বারা যদি দামস্তর বাড়ে, তবে তাই হবে প্রকৃত মুদ্রাস্ফীতি। "

উপরের সংজ্ঞাসমূহ পর্যালোচনা করে সংক্ষেপে বলা যায় - সাধারণ দামস্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই হলো মুদ্রাস্ফীতি।

এক্ষেত্রে কোন একটি দ্রব্যের দাম বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি হিসেবে ধরা হয় না। বাজারের বেশিরভাগ দ্রব্যসামগ্রী তথা সাধারণ দামস্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই হলো মুদ্রাস্ফীতি।




আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি