Loading..

খবর-দার

১৫ এপ্রিল, ২০২১ ০৪:৩৬ অপরাহ্ণ

দ্বিতীয় স্থান ও (A+) অর্জন, ৩৬তম আইসিটি প্রশিক্ষণ কোর্স, নায়েম, ঢাকা।

আলহামদুলিল্লাহ!

মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া।

প্রসঙ্গঃ ৩৬তম আইসিটি প্রশিক্ষণ কোর্সে দ্বিতীয় স্থান (A+) অর্জন

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম),

শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।

২৩ মার্চ থেকে ১২ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত।

উক্ত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছি।

সত্যি নায়েমের প্রশিক্ষণ ব্যতিক্রম সময়োপযোগী।

প্রশিক্ষণটির পরিচালনা কমিটি

প্রফেসর আহাম্মেদ সাজ্জাদ রশীদ

মহাপরিচালক,

নায়েম,

প্রফেসর . মোঃ লোকমান হোসেন,

পরিচালক

(প্রশিক্ষণ বাস্তবায়ন)

প্রফেসর লানা হুমায়রা খান,

প্রশিক্ষণ বিশেষজ্ঞ,

নায়েম,

জনাব কে এম শাহ আলম,

কম্পিউটার প্রোগ্রামার, নায়েম,

জনাব মোঃ ফখরুল ইসলাম

কম্পিউটার সুপারভাইজার, নায়েম,

এছাড়াও যারা প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন -

প্রফেসর কায়কোবাদ

বুয়েট, ঢাকা।

মোঃ সুজিত হাসান নাঈম,

প্রভাষক, বুয়েট, ঢাকা।

আবু ধারদা,

সহযোগী অধ্যাপক, আইসিটি, বিভাগ,

বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রাইফেলস কলেজ, পিলখানা, ঢাকা,

জনাব এম ওয়াজির হোসেন,

সংযুক্ত কর্মকর্তা, মাউশি

প্রকৌশলী মোসাঃ আক্তার জাহাজ

(আই টি এস এস)

বি সি সি, ঢাকা।

প্রমুখ

(মোঃ সাখাওয়াত হোসেন

প্রভাষক

ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ

আগানগর ডিগ্রি কলেজ,

বরুড়া, কুমিল্লা।

সেরা কনটেন্ট নির্মাতা,

শিক্ষক বাতায়ন, ০১/১২/২০২০

এবং

ICT4E district ambassador at a2i, Cumilla.)