Loading..

খবর-দার

১৮ এপ্রিল, ২০২১ ০১:০৩ অপরাহ্ণ

সবুজে সাজি,সবুজে সাজাই

#মাহে_রমাদান_২০২১

সকল বাগানী ভাই -বোনদের পবিত্র মাহে রমজান মাসের মোবারকবাদ রইল

রমজান মাসে রোজা রেখে বাগান পরিচর্যা নিয়ে কিছু কথা,,,,  

? বর্তমানে তীব্র গরম সাথে রোজা তাই ফজরের নামাজ পড়ে বাগান পরিচর্যা যেমন পানি দিয়ে দেওয়া এগুলো করে রাখতে পারেন। 

? কড়া রোদে রোজা রেখে বাগান পরিচর্যা থেকে বিরত থাকুন। রোজা ফরজ আর বাগান সখের। সুতরাং সখ মেটাতে গিয়ে অসুস্থ্য হয়ে ফরজ কাজ যাতে বাধা না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। 

? বিকালে রোদ পড়ার পরে আবার কিছু সময় বাগানের পেছনে দিতে পারেন। তসবিহ পড়তে পড়তে বাগানে হাটাহাটি,,, পানি দেওয়া,,, আগাছা পরিস্কার করা,,,,মাটি খুড়ে দেওয়া এগুলো করতে পারেন। 

? নিজ বাগানের সবজি, ফল দিয়ে ইফতার বানিয়ে নিজেরা খাবেন আশেপাশে দিন তাতে আলাদা শান্তি পাবেন।

সবাই ঘরে থাকুন,,,, বেশি বেশি ইবাদত করুন,,, সবাই সবার জন্য দোয়া করুন ?