Loading..

প্রকাশনা

২০ এপ্রিল, ২০২১ ০৮:০৬ অপরাহ্ণ

স্বরচিত কবিতা, সমসাময়িক, আয়েশা নাহার হোসেন (আয়েশা সিদ্দিকা)
img
Ayasha Siddiqua

সহকারী শিক্ষক

সমসাময়িক

আয়েশা নাহার হোসেন

 

                  

চারিদিক থমথমে

মনে জমে মেঘ,

জীবন আজ বিপন্ন

কাঁদছে বিবেক।

ঘরে ঘরে হাহাকার

কেঁদে মরে মানুষ

তবু যেন বাঙালির

ফেরেনাকো হুঁশ।

কিসের আবার করোনা

কিসের কী,

এগুলো তো গুজব

আজগুবি চিজ।

কেউ খায় গোমুত্র

কেউ গায় কত গান

কেউ আবার স্বপ্নে দেখে

থানকুনি লেবু খান।

হায়রে মানব হায়রে বোকা

ধর্ম না জেনে খায় শুধু ধোঁকা।

কবে হবে আমাদের উচিত শিক্ষা

আল্লাহ সবাইকে দাও সে দীক্ষা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি