Loading..

ভিডিও ক্লাস

২৬ এপ্রিল, ২০২১ ০৬:১৫ অপরাহ্ণ

১ ইঞ্চিতে বঙ্গবন্ধুর জীবনী

বিস্ময়কর প্রতিভা! || ১ ইঞ্চিতে বঙ্গবন্ধুর জীবনী || Biography of Bangabandhu Sheikh Mujiburin 1 inch

"১ ইঞ্চিতে বঙ্গবন্ধুর জীবনী"

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত (সংগৃহীত) জীবনী পেন্সিল ব্যবহার করে,শিল্পকর্মটি নিজহাতে লিখেছেন তরুণ চিত্রশিল্পী তারিকুল ইসলাম। এই বইটির দৈর্ঘ্য ১ ইঞ্চি ও প্রস্হ দের ইঞ্চি। যার মধ্য বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বঙ্গবন্ধুর ছবি রয়েছে ২৫০টি। এর মধ্যে ৩৫ টি পেন্সিল স্কেচ ও ২১৫ টি জল রঙ্গে আঁকা ছবি রয়েছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ রাসেল, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা (রেনু), তাঁর বাবা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুনের ছবিসহ জাতীয় চার নেতা,৭ ই মার্চের ভাষণ, ভাষা আন্দোলন, বীরশ্রেষ্ঠ সাতজনের ছবি, বঙ্গবন্ধুর কারাবন্দী ছবি, বিজয় দিবস, বঙ্গবন্ধুর চোখে বাংলাদেশ, ৬ দফা আন্দোলন, গনহত্যা, মাওলানা ভাসানী, শের-ই বাংলা এ.কে.ফজলুল হক এবং ইয়াহিয়া খানসহ বিভিন্ন নেতাদের পোট্রেট রয়েছে এবং ঘটনা ক্রমে কাল্পনিক ভাবে অনেক ছবি অঙ্কন করা হয়েছে। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাযজ্ঞের ছবি এবং ১৯২০ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঘটনা পর্যাক্রমে ধারাবাহিক ভাবে মোট ২৫০ টি ছবি রয়েছে এই শিল্পকর্মের ভিতর। এই বইটিতে মোট পৃষ্ঠা রয়েছে ৪১০ টি।এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এঁকেছি প্রায় ১০,১০০ টি যার দৈর্ঘ্য ২ সে.মি এবং প্রস্হ ২.৫০ সে.মি।এই সকল ছবি জল রং দিয়ে এঁকেছেন তরুণ চিত্রশিল্পী তারিকুল ইসলাম। মুজিব বর্ষে এগুলো ছবির দ্বারা বাংলাদেশের মানচিত্র আকারে সাজিয়ে একক চিত্র প্রদর্শনী করা হয়েছে।

Please Join the group to know more: https://www.facebook.com/groups/2559808144236332

Thank you for watching.