Loading..

প্রকাশনা

২৯ এপ্রিল, ২০২১ ০৬:১৮ অপরাহ্ণ

জ্ঞানকে শক্তিতে পরিণত করা

জ্ঞানকে শক্তিতে পরিণত করা

            জ্ঞানই শক্তি একথা আমরা সবাই জানি।কিন্তু জ্ঞানের সাথে যদি অনুশীলন,দক্ষতা ও প্রয়োগ না থাকে তবে তা কখনো শক্তি হতে পারে না।

জ্ঞানকে শক্তিতে পরিনত করতে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়।

·      জ্ঞান আহরণ  

·      অনুশীলন

·      অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন      

·      জীবনে প্রয়োজনীয় ক্ষেত্রে সেই দক্ষতার ব্যবহার।

    দক্ষতার ব্যবহার করে যখন ইতিবাচক ফল পাওয়া যায় তখনই মানুষের               দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে জ্ঞান শক্তিতে পরিণত হয়।  

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি