Loading..

খবর-দার

০১ মে, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ

কোভিড ১৯ পরিস্থিতিতে পাঠদান সংক্রান্ত ভার্চুয়াল সভা।

গত ২৮ এপ্রিল ঝিনাইদহ জেলার কিছু সহকারী ও প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সমন্বয়ে কোভিড ১৯ পরিস্থিতিতে পাঠদান সংক্রান্ত ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্হিত ছিলেন বিভাগীয় উপপরিচালক মহোদয় প্রাথমিক শিক্ষা, খুলনা বিভাগ। উপপরিচালক মহোদয় আমাদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন। উক্ত সভায় ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার করোনা কালীন সময়ে প্রাথমিক শিশুরা যেন পড়া-লেখায় পিছিয়ে না পড়ে এজন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে আমাদেরকে অবহিত করেন। শিশুরা নিয়মিত রেডিও এবং টেলিভিশনে পাঠদান গ্রহন করে এ ব্যাপারে নিয়মিত খোজ খবর নিতে বলেন। তিনি শিশুদের নেপ কর্তৃক প্রদত্ত সাপ্তাহিক কাজ দিতে এবং কাজের মূল্যান করে তা সংরক্ষনের জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি শিশুদের শারীরিক ও মানসিক খোজ নিতে বলেন এবং শিশু এবং অভিভাবকদের সমন্বয়ে গুগল মিটের মাধ্যমে ক্লাস পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহন করতে বলেন। স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।