Loading..

ম্যাগাজিন

০৪ মে, ২০২১ ০৮:৩২ পূর্বাহ্ণ

গুগল মিট ব্যবহারের নিয়ম

গুগল মিট ব্যবহারের নিয়ম

গুগল এর অন্য দশটি সার্ভিস এর মত গুগল মিট ব্যবহার করাও অন্তত সহজ। অল্প কিছু সময় ব্যয় করে যে কেউই গুগল মিট সম্পর্কে বেসিক ধারণা অর্জন করতে পারে। চলুন জেনে নেয়া যাক, গুগল মিট কীভাবে ব্যবহার করতে হয়।

গুগল মিট মিটিং তৈরী করার নিয়ম

গুগল মিট মিটিং তৈরী করা অত্যন্ত সহজ। এইজন্য আপনার দরকার পড়বে একটি গুগল একাউন্ট এবং ইন্টারনেট সংযোগের।

ব্রাউজার থেকে গুগল মিট মিটিং তৈরী করতেঃ

https://meet.google.com প্রবেশ করুন

New Meeting ক্লিক করুন এবং প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করুন

এছাড়াও https://meet.new লিংকে প্রবেশ করার মাধ্যমে এক ক্লিকেই নতুন মিটিং তৈরী করা যায়

জিমেইল থেকে গুগল মিট মিটিং তৈরী করতেঃ

জিমেইলে প্রবেশ করুন

বামদিকে থাকা মেন্যু থেকে Start A Meeting অপশনে ক্লিক করলেই নতুন মিটিং চালু হয়ে যাবে

স্মার্টফোন থেকে গুগল মিট মিটিং তৈরী করতেঃ

প্লে-স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে গুগল মিট অ্যাপ ইন্সটল করুন

ইন্সটল এর পর অ্যাপ ওপেন করে কাঙ্খিত জিমেইল একাউন্ট দ্বারা লগ ইন করুন

New Meeting ক্লিক করলেই নতুন মিটিং চালু হয়ে যাবে।

একটি মিটিং তৈরীর পর অটোমেটিক একটি লিংক জেনারেট হয়, যা ব্যবহার করে অন্যান্য পার্টিসিপেন্টরা মিটিং জয়েন করতে পারে। গুগল ক্যালেন্ডার বা জিমেইলে শিডিউল থাকা মিটিং ইনভাইটেড থাকা ব্যক্তিদের কাছে লিংক স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।

গুগল মিট মিটিং জয়েন করার নিয়ম

গুগল মিট মিটিং জয়েন করা দুনিয়ার সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে একটি। গুগল মিট মিটিং জয়েন করতেঃ

অ্যাপ বা ব্রাউজার থেকে গুগল মিট প্রবেশ করুন

Start A Meeting বা New Meeting এর পাশে থাকা Join Meeting ক্লিক করুন

মিটিং কোড টাইপ করে এন্টার চাপলেই মিটিং জয়েন হয়ে যাবে

এছাড়াও হোস্টের পাঠানো মিটিং লিংক ব্যবহার করে এক ক্লিকেই মিটিং জয়েন করা যায়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি