Loading..

প্রেজেন্টেশন

০৪ মে, ২০২১ ০৯:৫৬ অপরাহ্ণ

৩য় শ্রেণি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পরিবারকে সাহায্য করা।

শ্রদ্ধেয় প্যাডাগোজি রেটার স্যারগণ, এডমিন স্যার, সেরা কনটেন্ট নির্মাতা স্যারগণ, সেরা অনলাইন পারফর্মার স্যারগণ, জেলা এম্বাসেডর স্যারগণ ও বাতায়ন প্রিয় স্যারগণ আমার নমস্কার/আদাপ নিবেন। আশা করি সকলে কুশলে আছেন। আমিও আপনাদের দোয়া/ আশীর্বাদে ভালো আছি। আমি এ পাক্ষিকে ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৬ষ্ঠ অধ্যায়ের "পরিবারকে সাহায্য করা" বিষয়ক আমার (৫৫তম) কনটেন্ট আপলোড করেছি। আমার কনটেন্ট দেখে আপনাদের গঠনমূলক মতামত ও পূর্ণরেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন,নিজেকে নিরাপদ রাখুন এবং বাতায়নের সাথে থাকুন।

এই পাঠ শেষে শিক্ষার্থীরা-

৯. ১. ১  পরিবারের দৈনন্দিন কাজ পর্যবেক্ষণ করে তালিকা তৈরি করবে;

৯. ১. ২  পরিবারের উন্নয়নে প্রয়জনীয় কাজ সনাক্ত করতে পারবে।