Loading..

ম্যাগাজিন

০৭ মে, ২০২১ ০৪:০২ অপরাহ্ণ

পৃথিবী বদলে দেয়া কৃষ্ণাঙ্গ নারীরা

পৃথিবী বদলে দেয়া কৃষ্ণাঙ্গ নারীরা

লিসা গেলোবটার ছবি তোলার ভঙ্গিতে বসে আছেন (© অ্যান রং জু/দি ওয়াশিংটন পোস্ট/গেটি ইমেজেস)
উদ্ভাবক লিসা গেলোবটার জিফ (GIF) ছবিতে ব্যবহৃত অ্যানিমেশন প্রযুক্তি আবিষ্কার করেন। (© অ্যান রং জু/দি ওয়াশিংটন পোস্ট/গেটি ইমেজেস)

আমরা প্রতিদিন নির্ভর করি এমন বহু আধুনিক বহু সুযোগ-সুবিধা এসেছে আফ্রিকান-আমেরিকান নারীদের অবদানে।

আমরা যেভাবে মুভি দেখি, অনলাইন বৈঠক করি এবং আমাদের বাড়িঘর উষ্ণ ও নিরাপদ রাখি সেগুলো এ পর্যায়ে এসেছে কৃষ্ণাঙ্গ নারী উদ্ভাবকদের কল্যাণে। তাঁদের পণ্যের বিকাশ সাধনে বিরোধিতা এবং রাষ্ট্রীয় বর্ণবাদী আচরণ ও বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও তাঁরা নতুন প্রযুক্তি বিকাশে সাফল্য অর্জন করেন।

উইমেনস হিস্ট্রি মান্থ উদযাপনকালে শেয়ার-আমেরিকা এমন কিছু কৃষ্ণাঙ্গ নারীর কীর্তি তুলে ধরছে যাদের অবদানে আমাদের পৃথিবী বদলে গেছে

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি