Loading..

খবর-দার

১২ মে, ২০২১ ০৫:৫৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় যাত্রীর ব্যাগ থেকে গোবর উদ্ধার

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আসা এক যাত্রীর পরিত্যাক্ত ব্যাগ থেকে শুকনো গোবরের মণ্ড উদ্ধার করেছে দেশটির শুল্ক ও সীমান্ত সুরক্ষা এজেন্সির সদস্যরা। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্সি (সিবিপি) এ তথ্য নিশ্চিত করেছে।

সিবিপি জানায়, গত ৪ এপ্রিল এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের যাত্রীরা সিবিপির শুল্ক পরীক্ষা কেন্দ্র অতিক্রম করে চলে যাওয়ার পর, সেখানে ফেলে যাওয়া একটি স্যুটকেস থেকে কৃষি বিশেষজ্ঞরা দুটি গোবরের মণ্ড উদ্ধার করেন। পরে গত সোমবার পরে তা ধ্বংস করা হয়েছে।

তারা আরও জানায়, শক্তি ও জ্বালানীতে গোবর খুব কার্যকরী ভূমিকা রাখে। বিশ্বের বিভিন্ন স্থানে এটি ত্বক পরিচর্যার কাজে ব্যবহৃত হয় বলে শোনা গেছে। কৃষিকাজে সার হিসেবে এর ব্যবহার বহুল প্রচলীত। যতোই উপকারীতা থাকুক না কেন, ভারত হতে যুক্তরাষ্ট্রে গোবর আনা নিয়ে বিভিন্ন বিধিনিষেধ আছে।