Loading..

উদ্ভাবনের গল্প

১৬ মে, ২০২১ ১২:১৮ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের বাড়ি গিয়ে ১৫ দিনের অ্যাসাইনমেন্ট

শিক্ষার্থীদের বাড়ি গিয়ে ১৫ দিনের অ্যাসাইনমেন্ট

        শিক্ষার্থীরা অনেক দিন ধরে ঘরে। তাদের পড়া লেখার কেমন অবস্থা জানি না তাই আমি সিদ্ধান্ত নিলাম আমার নিকটবর্তী শিক্ষার্থীদের বাড়ি গিয়ে স্বাস্থ্যবিধি মেনে একই পাড়ার শিক্ষার্থীদের ১৫ দিনের জন্য পড়া আর একটি রুটিন করে দিব আর এর ১৫ দিন পর গিয়ে শিক্ষার্থীদের নিকট থেকে ফিডব্যাক নিব।

কর্ম পদ্ধতি: 

১. কোনো এক শিক্ষার্থীর বাড়িতে  খোলামেলা বসার সুবিধা          দেখে বসি।

২. পাড়ার অন্যান্য শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে একত্রিত করি।

৩. তাদের সাথে মনখুলে কথা বলি আর এদের মনের কথা শুনি।

৪. তাদের সমস্যা গুলো চিহ্নত করি।

৫. শিক্ষার্থীদের ১৫ দিনের পড়া এবং একটা রুটিন তৈরি করে         দি।

৬. ১৫ দিন পরে যাব এবং পড়া আদায় করব তা জানিয়ে দি।

৭. এই কাজটি নিয়মিত ভাবে ১৫ দিন পর পর চলবে।

এই কাজটি করে আমি শিক্ষার্থীদের কিছুটা উপকার করতে সক্ষম হয়েছি।