Loading..

প্রেজেন্টেশন

১৭ মে, ২০২১ ০৬:৫৩ অপরাহ্ণ

আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রানীর ভিন্নতা। টুম্পা বড়ুয়া, শ্রেণি: চতুর্থ, বিষয়: বিজ্ঞান, অধ্যায়: ২- উদ্ভিদ ও প্রাণী, পাঠ : আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রানীর ভিন্নতা

টুম্পা বড়ুয়া, সহকারি শিক্ষক, চাপড়া  সরকারি  প্রাথমিক  বিদ্যালয়, পটিয়া ,চট্টগ্রাম।

সম্মানিত প্যাডাগোজি রেটার, স্যার/ম্যাডাম এবং শিক্ষক বাতায়নের সাথে সংশ্লিষ্ট সকলকে আমার আপলোডকৃত কন্টেন্ট দেখার বিনীত অনুরোধ রইল। চতুর্থ শ্রেণি, প্রাথমিক বিজ্ঞান, দ্বিতীয় অধ্যায়্ উদ্ভিদ ও প্রাণী _পাঠ : আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রানীর ভিন্নতা পর্যন্ত মোট ৮টি কন্টেন্ট তৈরী ও আপলোড করেছি । শিখনফল দেখে শিখন-শেখানো কৌশল মাফিক প্যাডাগোজী মোতাবেক আছে কি না ভাল করে দেখার অনুরোধ করছি। এটি সহজ, সাবলিল, পরিচ্ছন্ন কন্টেন্ট যা শ্রেণি উপযোগী, দেশীয় ইমেজ, সিম্পল এনিমেশন বোর্ড বইয়ের সাথে মিলিয়ে বানানোর চেষ্টা করেছি। পর্যবেক্ষন করার জন্য সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি। কন্টেন্টটি ভালো করে দেখে আপনারা এর ত্রূটি-বিচ্যূতিগুলো তুলে ধরলে পরবর্তিতে আরো ভাল কন্টেন্ট উপহার দেয়া সম্ভব হবে বলে আমি মনে করি। আমি পাঠ্যবইয়ের ধারাবাহিকতা রক্ষা করেই কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি। এটি আমার অষ্টম কন্টেন্ট। আমার কন্টেন্ট দেখা ও মান সম্মত হলে মূল্যায়ন পূর্বক পূর্ণ রেটিং করার অনুরোধ করছি।