Loading..

প্রকাশনা

২২ মে, ২০২১ ০৬:৪৩ পূর্বাহ্ণ

তোমার সুরে , (স্বরচিত কবিত) হাজেরা মনি

তোমার সুরে

হাজেরা  মনি

 

তুমি কতো দূরে হারিয়ে গেছ মহাজাগতিক পথে

সকল ব্যস্ততা ফেলে তুমি এখনও রয়েছ আমাতে ঘিরে,

সব আছে তবুও তোমার না থাকা আমাকে করে ভাষাহীন

তোমার সেই আহ্লাদী ডাক মনে পড়লে আমি হই তোমাতে বিলীন ।

কতশত স্নৃতি ভীর করে মনের আকাশে

তুমি থাকবে আমার মাঝে চিরদিন

সকল কোলাহল ভেঙ্গে নিরবে।

অল্প ক্ষণিক সময়ের কত ডাক নাম মনে পড়ে খুব

পুরানো স্মৃতি মনে পড়লেই এখনও জলে ভাসে দু’চোখ।

যে তুমি আমাকে ছাড়া থাকতে না

আজ দিব্যি পরম শান্তিতে ঘুমাচ্ছো খুব,

জানো আমারও খুব ঘুম পায় খুব

কিন্তু জেগে উঠি বারবার।

তুমি কেন উঠোনি জেগে সেদিন আবার ?

আমি ত খুব কেঁদে কেঁদে বুক ভাসিয়েছি তোমার জন্য

প্রাণের বন্ধু সুমাইয়া তোমার জন্য এখনও মনটা বন্য।

এতো স্বার্থপর পৃথিবীতে থাকিতে চায় না  আমার এ মন

তোমার সাথে কভুও কি হবে দেখা ভাবি প্রতিনিয়ত সে ক্ষণ,

তুমি প্রতিনিয়ত আমার থেকে যাচ্ছো দূরে সরে

আমি নিজেকে ভেঙ্গে গড়ি আবার তোমার সুরে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি