Loading..

খবর-দার

২৩ মে, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ

অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ।


বাংলাদেশের মাথাব্যথা হয়ে ওঠা বানিন্দু হাসারাঙ্গা ক্যাচ দিয়েছিলেন মিড উইকেটে। সাকিব আল হাসানের বলটা ব্যাটে লাগাতে পারেননি হাসারাঙ্গা, মিড উইকেটে ক্যাচ ওঠে। বাউন্ডারি সীমানা থেকে কিছুটা ভেতরের দিকে দৌড়ে এসে চেষ্টা করেছিলেন লিটন দাস, কিন্তু ক্যাচটা ধরতে পারেননি। হাসারাঙ্গার রান তখন ৪৬ বলে ৬৩! সাকিবের ওই বলের আগে শ্রীলঙ্কার জয়ের সমীকরণ ছিল—৫৮ বলে দরকার ৬৬ রান।

৪১তম ওভারের তৃতীয় বলে হাসারাঙ্গার এই ক্যাচ হাতছাড়া হওয়া বাংলাদেশের মাথাব্যথা আরও বাড়ানোরই কথা। সেই ৩৫তম ওভারের প্রথম বলে ১৪৯ রানে সপ্তম উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা, এরপর যে উইকেটে গেঁড়ে বসেছিলেন হাসারাঙ্গা ও ইসুরু উদানা। এর মধ্যে শ্রীলঙ্কার রান ২০০-ও পেরিয়ে গিয়েছিল।

তবে অবশেষে স্বস্তি দিলেন শ্রীলঙ্কার সপ্তম উইকেটটি যিনি নিয়েছিলেন, সেই মোহাম্মদ সাইফউদ্দিন। ৪৪তম ওভারের শেষ বলে হাসারাঙ্গাকে আফিফের ক্যাচ বানান সাইফউদ্দিন। ৬০ বলে ৭৪ রান করেন তিনি। এরপর পরের ওভারের প্রথম বলে মোস্তাফিজ এসে উদানাকেও (২৩ বলে ২১) ফিরিয়ে দেন। বাংলাদেশের মাথাব্যথা সেখানেই বলতে গেলে শেষ। এরপর ৪৯তম ওভারের প্রথম বলে দুষ্মন্ত চামিরাকেও ফিরিয়ে আনুষ্ঠানিকতা শেষ করলেন মোস্তাফিজ। শ্রীলঙ্কা অলআউট ২২৪ রানে, বাংলাদেশ ম্যাচ জিতল ৩৩ রানে।