Loading..

প্রকাশনা

০২ জুন, ২০২১ ০৯:১৯ পূর্বাহ্ণ

কবিতা-"একটি ছেলে"

"একটি ছেলে"

মোঃমানিক মিয়া,
আমি যখন সকাল বেলা
মোটর রানে স্কুলে আসি
মোরের পাশে একটি ছেলে
প্রতিদিনেই সেথায় দেখি,
খবর নিয়ে জানতে পেলাম
নামটি তার রতন আলি,
বাবার জন্য ভাংছে ইট
দিচ্ছে দেহ বলী,
বাড়ী তার হাজী পাড়ায়
থাকছে কুঁড়ে ঘরে,
বাবার একটি চাকরী ছিল
করোনায় ছারতে হল।
ঘরে তার মা জননী
ভোগছে নানান রোগে,
আছে তার বড় ভাই
চাকরী করে শহরে,
বিয়ে করে থাকছে সেথায়
খবর নেয়না বাড়ীতে,
এই ভাবে কি চলবে দিন
অভাবি এই শিশুটির
তাং- ২৬.১০.২০২০


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি