Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ জুন, ২০২১ ০৫:৩৯ পূর্বাহ্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ,অষ্টম শ্রেণী, দ্বিতিয় অধ্যায়, পাঠ-৯ মোছাঃ শিউলী বেগম, আরজীদেবীপুর শিয়ালকোট আলিম মাদ্রাসা , পার্বতীপুর ,দিনাজপুর ।

 বাস টপোলজিঃ এই টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেয়া হয় । বাস টপোলজিতে কোনো একটা কম্পিউটার যদি অন্য কোন কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছে যায় । তবে যার সাথে যোগাযোগ করার কথা কেবল সেই কম্পিউটারটি তথ্যটা গ্রহণ করে । অন্য সব কম্পিউটার তথ্যগুলোকে অপেক্ষা করে ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি