Loading..

ভিডিও ক্লাস

১১ জুন, ২০২১ ১১:৫৩ অপরাহ্ণ

দুনীতির সামাজিক কুফল

কোনো নীতির তোয়াক্কা না করে বা নীতির বিরুদ্ধে নিজের ইচ্ছামতো কাজ করা কিংবা কারো প্রতি অসদাচরণ করাই হলো দুর্নীতি। উইকিপিডিয়া অনুসারে,দর্শন,ধর্মশাস্ত্র অথবা নৈতিকতার আলোকে দুর্নীতি হলো আধ্যাত্মিক ও নৈতিক অবক্ষয় অথবা অর্থনৈতিক আর্দশ থেকে বিচ্যুতি। দুর্নীতি হচ্ছে- অনর্জিত আয়, যা পেতে আইন ও বিধিস্বীকৃত পন্থা অনুসৃত হয়নি। সহজ কথায় অন্যায়কে প্রশ্রয় দেয়া, ক্ষমতার অপব্যবহার, দায়িত্বে অবহেলা ও নিজ স্বার্থে নীতিভ্রষ্ট হয়ে কাজ করাই দুর্নীতি। ইসলাম সকল ধরণের অনিয়ম, দুর্নীতি, অবৈধ ও অপবিত্র ধনসম্পদ অর্জন করাকে হারাম ঘোষণা করেছে। আল-কুরাআনে বলা হয়েছে ‘হে লোক সকল তোমারা পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র জিনিস আছে তা খাও এবং শয়তানের অনসরণ করোনা।’ (সুরা বাকারা-১৬৮)