Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১৪ জুন, ২০২১ ০২:০৮ অপরাহ্ণ

মাসাতোশি কোশিবা

মাসাতোশি কোশিবা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাসাতোশি কোশিবা
小柴 昌俊
Masatoshi Koshiba 2002.jpg
মাসাতোশি কোশিবা, ২০০২ সালে
দেশীয় নাম小柴 昌俊
জন্ম১৯ সেপ্টেম্বর ১৯২৬ (বয়স ৯৪)
তোয়োহাসি, আইচি, জাপান
জাতীয়তাFlag of Japan.svg জাপান
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানশিকাগো বিশ্ববিদ্যালয়
টোকিও বিশ্ববিদ্যালয়
Tokai University
প্রাক্তন ছাত্রটোকিও বিশ্ববিদ্যালয়
রোচেস্টার বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাMorton F. Kaplon
অন্যান্য 
শিক্ষায়তনিক উপদেষ্টা
সিন-ইতিরো তোমোনাগা
Takahiko Yamanouchi
পিএইচডি ছাত্ররাYoji Totsuka
অন্যান্য 
উল্লেখযোগ্য ছাত্র
তাকাকি কাজিটা
পরিচিতির কারণজ্যোতিঃপদার্থবিজ্ঞান, নিউট্রিনো
উল্লেখযোগ্য
পুরস্কার
Humboldt Prize (1997)
পদার্থবিজ্ঞানে ওলফ প্রাইজ (২০০০)
Nobel prize medal.svg পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০২)

মাসাতোশি কোশিবা (জাপানি: 小柴 昌俊) একজন জাপানি পদার্থবিজ্ঞানী। তিনি ২০০২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী

কোশিবা টোকিও বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে গ্র্যাজুয়েট হন এবং ১৯৫৫ সালে রোচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৫৫ সালের জুলাই থেকে ১৯৫৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় এ রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত ছিলেন। ১৯৫৮ সালের মার্চ থেকে ১৯৬৩ সালের অক্টোবর পর্যন্ত টোকিও বিশ্ববিদ্যালয় এর ইন্সটিটিউট অব নিউক্লিয়ার স্টাডিতে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি