Loading..

খবর-দার

১৪ জুন, ২০২১ ০৩:১৯ অপরাহ্ণ

চিরনিদ্রায় শায়িত হলেন মহীয়সী নারী মেহেরুন নেছা ফয়েজ।
  1. মীরসরাই উপজেলার ৪নং ইউনিয়ন নিবাসী মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জনাব এস এম ফয়েজ উল্যার সহধর্মিণী মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য জনাব মেহেরুন নেছা ফয়েজ এর নামাজে জানাজা মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজাপূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন আক্রমী, মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আনিসুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান, মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এস এম মহিউদ্দিন ও মরহুমার সেজ ছেলে এস এম আসরাফ হোসেন ও ছোট ছেলে এস এম জাবেদ হোসেন। উল্লেখ্য গতকাল রাত ৭ ঘটিকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মেহেরুন নেছা ফয়েজ ইনতেকাল করেন।
উনি এক জন মহীয়সী ও মমতাময়ী নারী।একটি নাম একটি ইতিহাস । নাম মেহেরুন নেছা ফয়েজ। যার নামে আমাদের বিদ্যালয়ের নাম।যার স্বামী ছিলেন মরহুম এস এম ফয়েজ উল্লাহ,সমাজসেবক, শিক্ষাবিদ, সাংবাদিক ও রাজনীতিবিদ। যিনি অনেক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, একই আঙ্গিনায় বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়, সহ এলাকায় আরো অনেক স্কুল, কলেজ প্রতিষ্ঠা করেছেন ।যার প্রেরণা দিয়েছেন এই মহীয়সী নারী। নিজে খেয়ে না খেয়ে স্বামীর পাশে থেকেছেন। এক সময় নিজের গলার হার বিক্রি করে শিক্ষকদের বেতন দিয়েছেন,বিদ্যালয় গুলো এমপিও করাতে সহায় সম্বল সব দিয়েছেন। অল্প বয়সে নিজের এক সন্তানকে হারিয়েছেন।জীবন যুদ্ধে কিন্তু তিনি হেরেননি। চার ছেলে সবাই আজ প্রতিষ্ঠিত। । মেহেরুন নেছা ফয়েজ, আজীবন আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য। শেষ বয়সেও প্রায় সময় স্কুলের খোজ খরব নিয়ে থাকতেন । এদের প্রতিষ্ঠিত স্কুল থেকে আজ হাজার ছাত্র বিভিন্ন জাগায় প্রতিষ্ঠিত।