Loading..

খবর-দার

১৭ জুন, ২০২১ ০৭:৪৮ অপরাহ্ণ

করোনায় রক্ত জমাট বাধার কারণ

করোনাভাইরাসে আক্রান্তদের দেহে কীভাবে ও কেন প্রাণ সংহারি রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটছে তা চিহ্নিত করতে পেরেছেন আয়ারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির রয়াল কলেজ অব সার্জনের একদল গবেষকের গবেষণায় বিষয়টি আবিষ্কার করেছেন।বিবিসি। 

গবেষণা প্রতিবেদনটি থ্রোম্বোসিস ও হেমোস্টাসিস নামের জার্নালে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা ডাবলিনের বিউমন্ট হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে থাকা করোনা রোগীদের নমুনা পর্যালোচলনা করেছেন। এতে দেখা গেছে, অণুতে রক্ত জমাট বাঁধার কারণ হলো ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর (ভিডব্লিউএফ)। যেসব করোনা রোগীর ভিডব্লিউএফ প্রোটিনের উন্নত স্তর অতিক্রম করেছে, তাদের এই অণুর রেগুলেটর অ্যাডামটস ১৩-এর মারাত্মকভাবে ব্যাহত হয়। গবেষণা প্রতিবেদনটির লেখক ও রয়্যাল কলেজ অব সার্জনের লেকচারার ড. জেইমি ও'সালভান বলেন, আমাদের গবেষণা করোনা রোগীদের রক্ত জমাট বাঁধার পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে সহযোগিতা করবে। যা কার্যকর চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের জিন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন রয়েছে। জানা প্রয়োজন ভিডব্লিউএফ ও অ্যাডামসটস ১৩-এর মাত্রা পরিবর্তন করে সফলভাবে হস্তক্ষেপ করা সম্ভব কি না। ও'সালভান বলেন, করোনায় আক্রান্ত রোগীদের জন্য থেরাপি উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।