Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১৮ জুন, ২০২১ ০৮:৪৭ অপরাহ্ণ

রক্তশূন্যতা

রক্তশূন্যতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(অ্যানিমিয়া থেকে পুনর্নির্দেশিত)
রক্তশূন্যতা
Iron deficiency anemia blood film.jpg
বিশেষত্বরক্তবিদ্যা 

রক্তশূন্যতা বা রক্তাল্পতা বা রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) হল রক্তে রক্তকণিকা স্বল্পতা অথবা রক্তের পরিমাণ বা অক্সিজেনবাহী রক্তরঙ্গক হিমোগ্লোবিনের অভাব।রক্তশূন্যতা অন্য রোগের সঙ্গে একটি উপসর্গ হতে পারে (যেমন ক্রনিক রেনাল ফেইলিওর অর্থাৎ দীর্ঘমেয়াদী বৃক্কীয় কার্যহীনতা), বা কখনো নিজেই একটি রোগ হতে পারে (যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অর্থাৎ সমস্ত রক্তকণিকা তৈরি হবার অভাব) বা যার কারণে অন্য রোগ হতে পারে (যেমন হার্ট ফেইলিওর)।

কারণ

রক্তশূন্যতার প্রধান কারণ [১]

রক্তশূণ্যতার অনেকগুলো কারণ থাকতে পারে।তার মধ্যে অন্যতমঃ

  • পর্যাপ্ত পরিমাণ আয়রন এবং ভিটামিন বি১২ সমৃদ্ধ খাবার না খাওয়া।
  • প্রদাহজনক পেটের রোগের (ক্রোনস ডিজিজ,সিলিয়াক ডিজিস)
  • ক্যান্সার, কিডনিতে ব্যর্থতা, ডায়াবেটিস বা অন্য কোনও দীর্ঘস্থায়ী রোগ।

শনাক্তকরণ

চিকিৎসা

হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কচু, কচু শাক, কচুর লতি, কলার থোড়ের ভর্তা, কবুতরের গোস্ত, ডালিম বা আনার, পাকা পেয়ারা, তরমুজ, শুকনা খেজুর ইত্যাদি খাওয়া যেতে পারে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি