Loading..

ম্যাগাজিন

১৯ জুন, ২০২১ ০৪:৩৫ অপরাহ্ণ

শেখ রাসেল জাতীয় উদ্যান

শেখ রাসেল জাতীয় উদ্যান (Sheikh Russel National Park) টি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় ৫১৭.৬১ হেক্টর সংরক্ষিত বনাঞ্চল নিয়ে গঠিত, যা স্থানীয়ভাবে পঞ্চবটীর বন নামে ও পরিচিত। এই উদ্যানটি একটি শালবন। ২০১০ সালের ২৪ শে অক্টোবর এই অঞ্চলকে জাতীয় উদ্যান ঘোষনা করা হয় এবং নামকরণ করা হয়- শেখ রাসেল জাতীয় উদ্যান (Sheikh Russel National Park). এই উদ্যানে শাল, সেগুন, গামার, কড়ই ও জাম সহ ২০ থেকে ৩০ প্রজাতির গাছ রয়েছে। বন্যপ্রাণী র মধ্যে বনবিড়াল, খেঁকশিয়াল, মেছোবাঘ, বিভিন্ন জাতের পাখি এবং নানা জাতের সাপ আছে।

সবুজে ঘেরা চারপাশ এবং দুই বনের মাঝে রয়েছে প্রায় ৬০০ একরেরর আশুরার বিল, যা দেশ মাছের অভয়াশ্রম নামে পরিচিত। বিলের জলে শাপলা আর পদ্ম দর্শনার্থীদের মুগ্ধ করে। 

বিলের উপর তৈরি করা হয়েছে উত্তরবঙ্গের সবথেকে বড় কাঠের ব্রিজ যা সৌন্দর্য টাকে আরো বাড়িয়ে দিয়েছে, শেখ রাসেল জাতীয় উদ্যান এর।

দস্যু রত্নাকর সিদ্ধি লাভ করে বাল্মীকি মুনিলাভ করেন এই বনে। এই উদ্যানেই রয়েছে, "সীতারকোট" বৌদ্ধবিহার এর ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা নিয়ে শীবের কৈলাশবাস আর সীতার বনবাস কিংবদন্তী রয়েছে।।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি