TPACK Model -Technology, Pedagogy এবং Content Knowledge সমন্বয় করে একটা পরীক্ষামূলক নমুনা কন্টেন্ট
TPACK-Technology, Pedagogy এবং Content Knowledge সমন্বয় করে পূর্বে তৈরি করা একটা পরীক্ষামূলক নমুনা কন্টেন্টটি কিছুটা সংশোধন ও পরিমার্জন করে ভার্সন-২ আপলোড করলাম। কন্টেন্টটি বি.এড অনার্স শ্রেণির উপযোগী। যেখানে Pedagogyর পরিবর্তে Andragogy র কিছুটা ছোঁয়া আছে। কেননা Pedagogy মাধ্যমিক স্তর পর্যন্ত প্রয়োগ করতে হয় আর বয়স্কদের জন্য Andragogy। আশা করি যারা এই পদ্ধতিতে কন্টেন্ট প্রস্তুত করতে চান, তাদের কিছুটা হলেও ধারণালাভ হবে। এই ধারণা থেকে আপনারা আপনাদের শ্রেণি উপযোগী কন্টেন্ট বানাতে পারবেন। তবে, মনে রাখবেন শিক্ষণ-শিখনে TPACK মডেল বহুভাবে ব্যবহার করা যায়। এটা একটু নমুনা মাত্র। আপনারা আপনাদের সৃজনশীতা দিয়ে নিজস্ব স্টাইলে এই মডেল ব্যবহার করতে পারেন। মূল কথা কন্টেন্ট এমনভাবে বানাতে হবে যাতে Technology, Pedagogy এবং Content Knowledge প্রতিফিলত হয়।
তবে, আগেই বলে রাখি, কন্টেন্টটি পরীক্ষামূলক। এতে হয়ত অনেক ভুলত্রুটি থাকতে পারে। বিজ্ঞ পেডাগজি বিশেষজ্ঞদের গঠনমূলক ফিডব্যাক এই কন্টেন্টকে আরও সমৃদ্ধ করবে বলে আমার বিশ্বাস।
মন্তব্যসমূহ
পৃষ্ঠাসমূহ