Loading..

২৩

২৩ সেপ্টেম্বর, ২০২০ - ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০৩:১০ পূর্বাহ্ণ - ০৬:১০ পূর্বাহ্ণ

জুম

শিক্ষক প্রশিক্ষণ "Digital Transformation In Education To Win IR 4.0"
তথ্য প্রযুক্তি বিষয়ক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এটুআই প্রোগ্রাম ,ক্যারিয়ারস হাব বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ যৌথ উদ্যোগে আয়োজন করছে "Digital Transformation In Education To Win IR 4.0" ২ দিন ব্যাপী ফ্রি প্রশিক্ষণ কর্মসূচী।
অনলাইনে এই বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাদের আইটি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শ্রেণিকক্ষে কার্যকর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা ও শিক্ষার গুণগত মানের বিকাশে সহায়তা করা।
এই মুহুর্তে দেশ জুড়ে শীর্ষে রয়েছে আইটি ট্রেইনিং এর চাহিদা।শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের সুযোগ সুবিধাগুলো আরও ত্বরান্বিত করতে প্রয়োজন সঠিক নির্দেশনা এবং কার্যকরী পন্থা।
এই প্রশিক্ষণটি পরিচালনা করবেন ক্যারিয়ারস হাব বাংলাদেশ এর ম্যানেজিং ডাইরেক্টর এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ সিইও জনাব হেমি হোসেইন।
২ দিন ব্যাপী এই প্রশিক্ষণে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হবেঃ
?ডিজিটাল শিক্ষার উদ্দেশ্য ।
?৪.০ শিল্প বিপ্লব কীভাবে বিশ্ববাজারকে পরিবর্তন করছে ।
?ইন্টারেক্টিভ শিক্ষার কৌশল ।
?কীভাবে শিক্ষার্থীদের আইটি খাতে প্রভাবিত করা যায় এবং তাদের আরও ভালভাবে আইটি সেক্টরে যুক্ত করা যায়।
?ডিজিটাল শিক্ষা ব্যবস্থা কিভাবে সামনের দিন গুলো বদলে দিবে।
?অনলাইন শিক্ষায় ডিজিটাল সরঞ্জামগুলির সুবিধা।
?সোশ্যাল মিডিয়ার শক্তি সম্পর্কে ধারনা লাভ।
মূলত বাংলাদেশে অনলাইন ভিত্তিক উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতেই এই প্রচেষ্টা। শিক্ষকগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে “ডিজিটাল বাংলাদেশ” তৈরিতে অবদান রাখবেন।
প্রশিক্ষণের সময়সূচীঃ
তারিখঃ ২৩ ও ২৪ সেপ্টেম্বর, ২০২০
সময়ঃ বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
প্রশিক্ষণ সমাপ্তিতে অংশগ্রহণকারীরা মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ, ক্যারিয়ারস হাব বাংলাদেশ এবং শিক্ষক বাতায়ন_এটুআই এর পক্ষ থেকে প্রশংসাপত্র পাবেন।
বিস্তারিত জানতে এবং অনলাইনে "Digital Transformation In Education To Win IR 4.0" এই কর্মশালায় অংশ নিতে রেজিষ্ট্রেশন করুনঃ https://forms.gle/BF6MWw3pkFuysdTt9
জুম

ঢাকা , ঢাকা

thumbnail

চলমান

authority

বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট

বিএমটিটিআই কর্তৃক পরিচালিত বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ

BMTTI Gazipur এআগামী ৩ মাস (অক্টোবর-ডিসেম্বর ২০২৪) এর প্রশিক্ষণের সময়সূচি।বিএমটিটিআই এ প্রশিক্ষণের আবেদন প্রক্রিয়াঃ প্রশিক্ষণার্থী মনোনয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাঃ খালেদ মহসিন...

প্রশিক্ষণ শুরুর তারিখঃ ০৬ অক্টোবর, ২৪ (অনলাইন/অফলাইন)
বিস্তারিত