Loading..

মুজিব শতবর্ষ

০২ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩৪ অপরাহ্ণ

পেটিকোট তৈরি শিক্ষণ

খুব সহজে সেলাই শিখি

পর্ব-2

পলাশ কান্তি মজুমদার, ইনস্ট্রাক্টর

চাঁদপুর জনতা হাই স্কুল এন্ড কলেজ, কুমিল্লা।

 

 

শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা রইলো। আজ আলোচনা করবো কীভাবে খুব সহজে একটি ছয় ছাঁটপেটিকোট তৈরি করা যায়।

@ একটি ছয় ছাঁট পেটিকোটের ৯টি অংশ; যথা-

১। সামনের মধ্য অংশ (Front center part)   – 1 টুকরা

২। পিছনের মধ্য অংশ (Back center part)    – 1 টুকরা

3। সামনের পার্শ্ব অংশ (Front side part)      – ২ টুকরা

৪। পিছনের পার্শ্ব অংশ (back side part)        – ২ টুকরা

5। কোমর পট্টি (Waist band)                    – 1 টুকরা

৬। আপার প্লাকেট (Upper placket)            – ১ টুকরা

৭। লোয়ার প্লাকেট (Lower placket)            – ১ টুকরা

@ প্রয়োজনীয় উপকরণ:

১। কাটিং টেবিল বা সমতল স্থান ২। মাপের ফিতা ৩। লম্বাস্কেল ও সেইপস্কেল ৪। রঙিন ছক ৫। কাঁচি/সিজার এবং ৬। প্রয়োজন মত কাপড়।                                                                                                                                            ০           ৪                    ২

@ পরিমাপ:                                                                                                                       

ধরা যাক একটি পেটিকোটের মাপ সমূহ-                                                                                          

১। লম্বা (length) = ৩৬ ইঞ্চি; ২। হিপ (Hip) = ৩৬ ইঞ্চি;

ডাবল ভাঁজের পাশ

3। কোমর পট্টির চওড়া = ২ ইঞ্চি।                                                                                         

কাপড়ের হিসাব = (লম্বার × ২) + ৯ ইঞ্চি ( হেম ও কোমর পট্টির)                                               মধ্য অংশ              পার্শ্ব অংশ

                    = (৩৬ × ২ + ৯) ইঞ্চি = ৮১ ইঞ্চি

                    = (৮১ ÷ ৩৬) গজ = ২ গজ ৯ ইঞ্চি = ২ গজ ৪ গিরা কাপড় লাগবে।

                                                                                                                                                     

                ১                    ৫          ৩

             চিত্র: পেটিকোটের বডির অংশ ড্রয়িং করণ।

 

@ বডির অংশ কাঁটার নিয়ম:

ক্রম নং

চিত্রের অংশ

পরিমাপের পরিমান

০১.

লম্বা (০ - ১ এবং ২ - ৩)

= মূল লম্বা + সীম এলাউন্স + হেম সেলাই – কোমরের পট্টির চওড়া

= ৩৬ ইঞ্চি + ০.৫ ইঞ্চি + ১.৫ ইঞ্চি – ২ ইঞ্চি = ৩৬ ইঞ্চি।

০২.

চওড়া (০ - ২ এবং ১ -৩)

= মূল হিপের অর্ধেক = (৩৬ ÷ ২) ইঞ্চি = ১৮ ইঞ্চি

০৩.

মধ্য অংশের উপরের চওড়া ( ০ - ৪)

= মূল হিপের আট ভাগের একভাগ + সীম এলাউন্স

= (৩৬ ÷৮ + ০.৫) ইঞ্চি = (৪.৫ + ০.৫) ইঞ্চি = ৫ইঞ্চি

০৪.

পাশের অংশের উপরের চওড়া (৩ - ৫)

= মূল হিপের আট ভাগের একভাগ + ২টি সীম এলাউন্স

= (৩৬ ÷৮ + ০.৫ + ০.৫) ইঞ্চি = (৪.৫ + ০.৫ + ।০.৫) ইঞ্চি = ৫.৫ ইঞ্চি

০৫.

সেপ (৪ - ৬ এবং ৫ -৭)

এই ধরণের সেপ সাধারণত ১ ইঞ্চি থেকে ১.৫ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে।

চিত্রে সেপ দেওয়ার সময় ০-১ = ৪-৭ মাপ নিতে হবে এবং ২-৩ = ৫-৬ এর মাপ নিয়ে ১ এর সাথে ৭ এবং ২ এর সাথে ৬ যোগ করে দিতে হবে।

কাঁটার পদ্ধতি:প্রথমে ৪ থেকে ৫ পর্যন্ত কেঁটে নিতে হবে। এর পর ১ থেকে ৭ এবং ২ থেকে ৬ কেঁটে নিতে হবে।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি