Loading..

ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম

সকল অ্যাম্বাসেডর
img

ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর শীপ প্রোগ্রাম

  • শিক্ষাক্ষেত্রে আইসিটির বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের আওতায় শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, গুণগত শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষায় উদ্ভাবনী সংস্কৃতির বিকাশে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এটুআই এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম। আমাদের লক্ষ্য আইসিটির বহুমাত্রিক ব্যবহারে প্রতি উপজেলায় কমপক্ষে ১০ জন করে দক্ষ শিক্ষকদের ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি প্রদান করা যারা নিজ জেলা ও উপজেলায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও গুণগত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষাক্ষেত্রে চলমান আইসিটির বিভিন্ন কার্যক্রমে প্রতিনিধি হিসেবে কাজ করবেন।
img

ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচনের ক্ষেত্রে কিছু মানদণ্ড

১। ICT4E অ্যাম্বাসেডরশিপ আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষক বাতায়ন ব্যবহারের অভিজ্ঞতা কমপক্ষে ৬ মাস হতে হবে।
২। শিক্ষক বাতায়নের একজন সক্রিয় শিক্ষক হতে হবে। সক্রিয় শিক্ষকের মানদণ্ডসমূহ:
● প্রতি মাসে শিক্ষক বাতায়নে অনলাইন এক্টিভিটি সময় ন্যূনতম ৫ ঘণ্টা হতে হবে।
● শিক্ষক বাতায়নে "অ্যাম্বাসেডরশিপ" আবেদনের তারিখ হতে পূর্ববর্তী ৩ মাসের মধ্যে নূন্যতম ৬ টি মানসম্মত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ৬ টি মানসম্মত ভিডিও কনটেন্ট , ১০টি মানসম্মত ব্লগ এবং ১০ টি মানসম্মত পাঠসংশ্লিষ্ট চিত্র/ছবি আপলোড করতে হবে।
৩। শিক্ষক বাতায়ন কর্তৃক মনোনীত সেরা কনটেন্ট নির্মাতা/সেরা অনলাইন পারফর্মার/সেরা উদ্ভাবক/সেরা নেতৃত্ব অগ্রাধিকার পাবেন।
৪। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর প্রশিক্ষণ।
৫। মাস্টার ট্রেইনার অফ আইসিটি ইন এডুকেশন।
৬। মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর।
৭ । পিটিআই তে অনুষ্ঠিত আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পণ্ণকরণ (প্রাথমিক শিক্ষক)।
৮। পিটিআই তে অনুষ্ঠিত আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকরন (প্রাথমিক শিক্ষক)

বিশেষ দ্রষ্টব্যঃ
**প্রাথমিক পর্যায়ের শিক্ষকগণ অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে আবেদনের জন্য উল্লেখিত মানদণ্ডসমূহ হতে ১,২,৪ ও ৮ নম্বর মানদণ্ডসমূহ পূরণ আবশ্যক ।
**মাধ্যমিক,উচ্চ-মাধ্যমিক,মাদ্রাসা এবং কারিগরি পর্যায়ের শিক্ষকগণ অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে মনোনীত হবার জন্য উপরের মানদণ্ডসমূহ হতে ১,২ ও ৪ মানদণ্ড পূরণ আবশ্যক।
ক্রমিক নং প্রধান ক্ষেত্র লক্ষ্য কার্যক্রম (বিস্তারিত)
এসডিজি-৪ (গুণগত শিক্ষা) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সমতাভিত্তিক গুণগত শিক্ষা, জীবনব্যাপী শিক্ষা ১। প্রাসংগিক, কার্যকর ও ফলপ্রসু শিক্ষা নিশ্চিত করা
  • ১। শিক্ষার্থী কেন্দ্রিক আধুনিক পাঠদান পদ্ধতি (Brain Writing)
  • ২। সল্প মূল্যের উপকরণ ব্যবহার ও সরবরাহ
  • ৩। ধারাবাহিক মূল্যায়ন বাস্তবায়ন করা প্রয়োজনে কর্মশালা আয়োজন করা।
  • ৪। শিখনকে ফলপ্রসূ করতে ব্লুমস ট্যাক্সোনমির ব্যবহার।
  • ৫। ছাত্র-ছাত্রীদের মনকে আরও সৃজনশীল করে তুলতে তাদের শিল্পকলা এবং সংশ্লিষ্ট পাঠ অনুশীলন নিশ্চিত করা।
  • ৬। শিক্ষার্থীদের নতুন কিছু নতুন ভাবেও ভিন্ন উপায়ে চিন্তা করতে দেয়া।
  • ৭। শিক্ষার্থীদের যে কোন আইডিয়াকে বাস্তবে রূপ দিতে সহয়তা করা।
  • ৮। একটি সমস্যা সরাসরি সম্মুখীন হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা আরও সৃজনশীলভাবে তা সমাধানের চিন্তা করতে শিখবে।
  • ৯। ক্রিটিকালিটি শিক্ষার্থীদের একটি বিশেষ দক্ষতা যা নিরূপণে শিক্ষার্থীদের বিভিন্ন ঘটনা ও প্রসঙ্গে কে,কি, কোথায়, কখন,কেন, কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর খুজবে এর মাধ্যমেই শিক্ষার্থীদের ক্রিটিকাল থিঙ্কিং ডেভেলপ হবে।
  • ১০। শিক্ষার্থীরা নীতি এবং নৈতিকতার অনুশীলন করবে। ১১। নিঃশর্ত ভালবাসা,দয়া, সততা, কঠোর পরিশ্রম, অন্যের প্রতি শ্রদ্ধা, সহযোগিতা, সমবেদনা এবং ক্ষমা এই বিশেষ গুনাবলি নিজের মাঝে আত্তীকরণের মাধ্যমে শিক্ষার্থীদের নীতি-নৈতিকতার উন্নয়ন হবে।
তারুণ্যের শক্তি ১। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি
  • ১। ইন হাউজ প্রশিক্ষণ প্রদান (শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ, এমএমসি এবং অন্যান্য)
  • ২। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সকল উপজেলার শতভাগ শিক্ষককে শিক্ষক বাতায়নে নিয়ে আসা ও বাতায়ন ব্যবহারে দক্ষ ও সক্রিয় করা।

নির্দেশনাঃ

    ১। ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর আবেদনের জন্য প্রাথমিক পর্যায়ের শিক্ষকগণ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের শিক্ষকগণ জেলা শিক্ষা কর্মকর্তা কতৃক অনুমোদনকৃত দাপ্তরিক সুপারিশপত্রের মাধ্যমে আবেদন করতে হবে (আপলোডকৃত ফাইল অবশ্যই ১ মেগাবাইটের বেশি হতে পারবে না )।

    ২। সুপারিশপত্রে অবশ্যই একজন শিক্ষক যে সকল বিষয়ে দক্ষ, সে বিষয় সমূহ উল্লেখ থাকতে হবে।

    ৩। আপলোডকৃত পিডিএফ ফাইলে যা থাকতে হবে:
    • জেলা প্রাথমিক শিক্ষা বা জেলা শিক্ষা কর্মকর্তা কতৃক প্রদানকৃত দাপ্তরিক সুপারিশ পত্র
    • উল্লেখযোগ্য পেশাগত দক্ষতা উন্নয়ন সর্ম্পকিত সনদসমূহ (সর্বোচ্চ ৩টি)।
    • জাতীয় শিক্ষাক্রম রূপরেখার ২০২১ এর প্রশিক্ষণ ও বিটিটি কোর্স সম্পন্ন করার সনদ যুক্ত করতে হবে।
অ্যাম্বাসেডর