Loading..

ডকুমেন্ট

১৭ আগস্ট, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি_অষ্টম শ্রেণি_১০০টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন_মনিরুল আহসান

অষ্টম শ্রেণি

 

বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

(বহুনির্বাচনী প্রশ্ন)

 

পূর্ণমানঃ ১০০  সময়ঃ ১ ঘন্টা

 

বিঃ দ্রঃ সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই কর এবং উত্তরপত্রের সঠিক বৃত্তটি ভরাট কর প্রত্যেক প্রশ্নের মান সমান

 

১। Connectivity is productivity- কথাটি কে বলেছেন?

ক) ড. ইকবাল কাদির খ) মুহম্মদ জাফর ইকবাল গ) সুরাইয়া পারভীন ঘ) মুনির হাসান

২। যোগাযোগ পদ্ধতিকে মোটামুটি কয় ভাগে ভাগ করা যায়?

ক) ২  ভাগে              খ) ৩  ভাগে                গ) ৪  ভাগে           ঘ) ৫ ভাগে

৩। ১ ফেব্রুয়ারি,২০১৩ এর হিসাব অনুযায়ী বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহক কত কোটি?

ক) সাড়ে ৮ কোটি         খ) সাড়ে ৯ কোটি        গ) সাড়ে ১০ কোটি   ঘ) সাড়ে ১১ কোটি

৪। আউটসোর্সিং কাজের জন্য জনপ্রিয় সাইট কোনটি?

ক) www.bangladesh.gov.bd     খ) www.microsoft.com

গ) www.freelancer.com            ঘ)  www.yahoo.com

৫। বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল কোনটি?

ক) www.bangladesh.gov.bd      খ) www.bangladesh.gov.org

গ) www.bangladesh.gov.com   ঘ) www.bangladesh.com

৬। EPOS এর পূর্ণরূপ কী?

ক) Essential persons of sale     খ) Essential Purity of Sale

গ) Electronic Point of Sale        ঘ) Essential Papers of Sale

৭। www.ebook.gov.bd তে কতটি পাঠ্যপুস্তক রয়েছে?

ক) ১০০টি                       খ) ২০০টি                গ) ৩০০টি                ঘ) ৪০০টি

৮। রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মসের ওয়েবসাইট কোনটি?

ক) www.roj.gov.bd                               খ) www.roc,gov.bd

গ) www.rjsc.gov.bd                              ঘ)  www.rojscf.gov.bd   

9। www.ebook.gov.bd তে কতটি সহায়ক পুস্তক রয়েছে?

ক) ১০০টি                       খ) ২০০টি                গ) ৩০০টি                ঘ) ৪০০টি

 ১0। টেলিফোনের সাহায্যে চিকিৎসা সেবা নেওয়ার পদ্ধতিকে কী বলে?

ক) টেলি চিকিৎসা              খ) টেলিফোন সেবা     গ) টেলি মেডিসিন      ঘ) টেলি ট্রিটমেন্ট

১1। বর্তমানে দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল-

i.অনলাইনে প্রকাশ করা হচ্ছে

ii.মোবাইলে প্রকাশ করা হচ্ছে

iii.শিক্ষা মন্ত্রনালয়ে প্রকাশ করা হচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক) i.   খ) i.ও ii.  গ) ii. ও iii.  ঘ) i. ii ও iii.

12। প্রতি এক হাজার ইন্টারনেট সংযোগের জন্য কতটি নতুন কাজের সুযোগ তৈরি হয়?

ক) ৭৫                                 খ) ৮০                     গ) ৮৫                   ঘ) ৯০

১3। কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?  

ক) কম্পিউটার                   খ) ইন্টারনেট                 গ) মোবাইল ফোন          ঘ) অপটিক্যাল ফাইবার

১4। কোনটির মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বেশিরভাগ সময় যোগাযোগ করেছিলেন?

ক) রেডিও                         খ) টেলিভিশন                 গ) কম্পিউটার         ঘ) ল্যান্ড ফোন

15। সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে-

i.সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে

ii.সরকারি সেবার মান উন্নত হবে

iii.সরকারি কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে

নিচের কোনটি সঠিক?

ক) i.                          খ)  i.ও ii.                           গ) ii.ও iii.                   ঘ)  i., ii. ও iii.

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি