Loading..

উদ্ভাবনের গল্প

১৬ নভেম্বর, ২০২১ ১০:০৬ অপরাহ্ণ

One day one moral

আসসালামুআলাইকুম।সবাইকে শুভেচ্ছা।বিদ‍্যালয় রিওপেনিং এর পর আমি লক্ষ‍্য করলাম শিক্ষার্থীদের আচরণে কিছুটা পরিবর্তন। তারা একে অন‍্যকে নিয়ে হাসাহাসি করে,গালাগালি দেয়,মারামারি করে।তখন চিন্তা করলাম শিক্ষার্থীদের মূল‍্যবোধ শিক্ষায় নতুন কিছু করা দরকার। আমরা প্রায় প্রতিটি বিদ‍্যালয়ে মূল‍্যবোধ শিক্ষা দেই কিন্তু সবসময় হয়ে উঠে না। তাহলে কেন না নতুন করে শুরু করি। তাই One day one moral  নামে শুরু হল নতুন কর্মযজ্ঞ। আমি প্রতিদিন একটি করে নীতি কথা শিখানো শুরু করি এবং তারা তা মেনে চলছে কি না সেদিএ লক্ষ‍্য রাখি।তাছাড়া বিদ‍্যালয়ের অন‍্য শিক্ষকরাও শুরু করে।আমার বিদ‍্যালয়ে শিক্ষার্থীরা প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করে।তারা প্রতিদিন একে অন‍্যকে সাহায‍্য করে।কেউ পরে গেলে হাসে না।

এভাবেই শিক্ষার্থীদের ছোট ও নিষ্পাপ মনে ভালোবাসা,মূল‍্যবোধ শিক্ষা দিতে পারি।তবেই তারা ভবিষ্যতে সুনাগরিক ও আদর্শ মানুষ হবে।

ধন্যবাদ