Loading..

উদ্ভাবনের গল্প

২২ নভেম্বর, ২০২১ ০৯:৩২ অপরাহ্ণ

Words Board

করোনাকালীন সময়ের শুরুর দিকে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো।শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী রাখার জন্য আমি জনপ্রিয় ফেইসবুক পেইজ ঘরে বসে শিখি,অন লাইন স্কুল ভোলাসহ পাঠদান করি আরো বেশকিছু জনপ্রিয় ফেইসবুক পেইজে।এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে গুগল মিট ক্লাসের মাধ্যমেও পাঠদান করি। শিক্ষার্থীদের শিখণ ঘাটতি পূরণে ব্লকভিত্তিক শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পাঠদান ,ওয়ার্কশীট বিতরণ ও মূল্যায়ণ করি।

গত ১২ই  সেপ্টেম্বর দীর্ঘবিরতির পরে বিদ্যালয় রি-ওপেনিং হয়।শিক্ষার্থীদের শিখণ ঘাটতি পূরণের লক্ষ্যে এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি সর্বোচ্চ।তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের ইংরেজী শব্দভান্ডার বৃদ্ধির লক্ষ্যে আমি আমার বিদ্যালয়ে তৈরি করেছি অসাধারণ একটি "Words Corner।"

প্রথমেই আমি শিক্ষার্থীদের "Words Board" এর সাথে পরিচয় করিয়ে দেই।শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে প্রবেশ করেলেই এখান থেক শব্দগুলো দেখে দেখে পরে আয়ত্ব করে নিজেদের মাঝে ইংরেজি শব্দভান্ডার বৃদ্ধি করতে থাকে এবং এখান থেকে তারা একে অপরের সাথে অনুশীলন কর তে থাকে তাছাড়া প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন‍্য বর্ণ দিয়ে শবদ তৈরি শিখিয়েছি

Words Board এর মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি শব্দভান্ডার বৃদ্ধির সাথে সাথে ইংরেজি বিষয় রিডিং সাবলীলভাবে পড়তে সক্ষম হচ্ছে যা শিখণ ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করছে।

প্রতিটা শ্রেণীকক্ষে WordsBoard থাকলে শিক্ষার্থীদের ইংরেজি শব্দভান্ডার বৃদ্ধি পাবে এবং সাবলীলভাবে রিডিং পড়ায় দক্ষ হয়ে উঠবে।

এই ছিলো আমার উদ্ভাবনের গল্প।সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।সুস্থ,সুন্দর ,নিরাপদে থাকুন,ধন্যবাদ।