Loading..

প্রেজেন্টেশন

০২ ডিসেম্বর, ২০২১ ০৯:৩৮ পূর্বাহ্ণ

উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান_ অধ্যায় _2_ভেক্টর- অভিক্ষেপ ও উপাংশ প্রেজেন্টেশন

এস এস সিতে এই অধ্যায়টি না থাকার কারণে তারা এইচ এস সি শুরুতে  সমস্যায় পড়ে। এইজন্য শুরুতে তাদের মনে হয় আমরা বিজ্ঞান বিভাগ নিয়ে কেন পড়াশোনা করেছিলাম? অথচ এই অধ্যায়টি ভালো করে বুঝে নিলে, পড়লে  পদার্থবিজ্ঞানের বাকি অধ্যায়গুলোর যে কোনো ঘটনায় এই অধ্যায়ের মাধ্যমে ব্যাখ্যা করা যাবে, লেখা যাবে।

শিক্ষার্থীদের এই সমস্যাগুলো বিবেচনা  করে ধারাবাহিকভাবে এই অধ্যায়ের বিষয়গুলো প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপনে আমার এই প্রয়াস। তাই সম্মানিত সহকর্মীদের  বিশেষ অনুরোধ আমার এই প্রেজেন্টেশনটি দেখে  সুচিন্তিত মতামতপ্রদানের জন্য।