Loading..

উদ্ভাবনের গল্প

০৩ ডিসেম্বর, ২০২১ ০৭:২৯ অপরাহ্ণ

সবুজ ও পরিচ্ছন্ন বিদ‍্যালয় গড়ি

বিভিন্ন বিদ‍্যালয়ে অনেক জায়গা পরে থাকে কিন্তু ব‍্যবহার হয় না। তাছাড়া বর্তমান বিশ্বে সবচেয়ে বড় সমস‍্যা বৈষ্ণিক উষ্ণনতা।তাই অক্সিজেন পরিমাণ বাড়াতে হবে। আমি মনে করি ছোট্ট শিক্ষার্থীদের মনে সবুজ প্রীতি দিলে তারা সবুজে সাজাবে বাংলাদেশ।বিদ‍্যালয়ের পরিত্যক্ত জায়গা,বারান্দা,ছাদে তৈরি করতে পারি বাগান।যেখানে ফুল ফলের বাগান হবে,হবে ওষধী গাছের সমাহার।

সেই চিন্তা থেকে ছাত্র ছাত্রীদর সাথে নিয়ে সবুজায়নে কাজ করছি।সবুজে সেজেছে আমার বিদ‍্যালয়।সে সাথে তারা তাদের বাড়িতে ও ফুলের বাগান করেছে।

ভিডিও তে সব আমাদর বিদ‍্যালয় বাগানের ছবি