Loading..

উদ্ভাবনের গল্প

১৫ ফেব্রুয়ারি , ২০২২ ০৫:৫৫ অপরাহ্ণ

One day one moral

একজন শিক্ষক হিসাবে আমি মনে করি যে শিক্ষিত হওয়ার আগে একজন মানুষের ভালো মানুষ হওয়া খুব জরুরী। আমি যে বিদ্যা ভালো এবং মন্দ কথার পার্থক্যও বুঝতে পারত না। কোন নীতিকথা তারা জানে না।আমি সিদ্ধান্ত নিলাম যে শিশুদের অন্তরে ভালো কথার বীজ বপন করতে হবে। আমি তাদেরকে বোঝাতে শুরু করলাম। অনেক ভালো ভালো কথা শেখালাম। শুরু করলামone day one word নামে আমার উদ্ভাবন।প্রতিদিন একটি নীতিকথা শিখব ও মেনে চলব।  নৈতিকিতা সম্পর্কিত ভিডিও দেখাতে শুরু করলাম। তারপর আমি একদিন শিশুদের নিয়ে সুবর্না রায় লিপা দিদর ভালো কথার মালা তৈরি করি"।  আমি কাগজ কেটে মালার লকেটের আকৃতি তৈরি করে সেই কাগজে একটি ভালো কথা লিখে দেখালাম। শিশুরাও কাগজ কেটে একটি করে ভালো কথা লিখতে শুরু করল। সেই কাগজগুলোকে দড়ির সাথে আঠা দিয়ে যুক্ত করে বড় মালা তৈরি করলাম। আমার কাছ থেকে আরো ভালো ভালো কথা শিখতে চাইলো। আমি হৃদয় উজাড় করে শিখাতে লাগলাম যেমনঃ উদার মনের মানুষ হব, সবার দুঃখে পাশে রব। তৈরি হল প্রতিটি শ্রেণিতে আলাদা আলাদা ভালো কথার মালা। এইকার্যক্রম চলল এক বছর। এখন শিশুরা আগের মতন অনায়াসে পরষ্পরকে গালি দেয়না বা পরষ্পরের বাবা মা তুলে কটু কথা বলেনা। প্রতিদিন একটি ভালোকাজ করে ও নীতিকথা মেনে চলে।ওদের অভিভাবকদের কাছে জেনেছি যে ওরা বাড়িতে বড়দের এবং ছোটদের ও এই ভালো কথাগুলো সম্পর্কে বোঝায়, যেভাবে আমি ওদের বুঝিয়েছি। শিশুদের আচরনে এবং মননে পরিবর্তন ঘটতে শুরু হয়েছে, এটাই আমার সার্থকতা। এই কৌশলে হাসি খেলা আর আনন্দের মাধ্যমে শিশুদের অন্তরে ভালো কথার বীজ রোপিত হবে এবং মননে ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে আমি আশাবাদী।