Loading..

খবর-দার

২৪ ফেব্রুয়ারি , ২০২২ ০৭:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে টান টান উত্তেজনার ও শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
  • বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে টান টান উত্তেজনার ও শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে টান টান উত্তেজনার ও শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে ২০১৫ ও ২০১৮ সালে শিরোপা জিতেছিল কুমিল্লা। এদিন দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভার পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটি জিততে পারে ফরচুন বরিশাল। কিন্তু ১৮তম ওভারেই বদলে যায় পুরো ম্যাচের ছবি। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সুনীল নারিন। স্লগ ওভারে সুনীল নারিনের বোলিং লড়াইয়ে ফেরায় কুমিল্লাকে। এর পরের দুই ওভারে মুস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে তৃতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এদিন টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা। সুনীল নারিনের ঝোড়ো ইনিংসের ফলে নির্ধারিত ২০ ওভারে কুমিল্লা তোলে ৯ উইকেটে ১৫১ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে বরিশাল। মাত্র ১ রানে হারে তারা। ফলে তৃতীয়বার শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।