Loading..

প্রেজেন্টেশন

১৭ এপ্রিল, ২০২২ ০৮:৫৮ পূর্বাহ্ণ

অর্জুন (উদ্ভিদ)

অর্জুন (উদ্ভিদ)


অর্জুন গাছের ছাল, পাতা ও ফল ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এর বাকল থেকে আহরিত ট্যানিন চামড়াতে ব্যবহৃত হয়। এই টানিন মুখ, জিহ্বা ও মাড়ির প্রদাহের চিকিৎসাতেও ব্যবহার করা হয়। এটি মাড়ির রক্তপাত বন্ধ করে। শরীরে ক্ষত, খোস পাঁচড়া দেখা দিলে অর্জুনের ছাল বেঁটে লাগালে সেরে যায়। অর্জুনের বাকল থেকে হৃদরোগের ওষুধ ,পাতার রস আমাশয় রোগের ওষুধ বানানোতে ব্যবহার হয়।পাতা তসর রেশম পোকার খাদ্য।[