Loading..

প্রেজেন্টেশন

২০ এপ্রিল, ২০২২ ০৩:০০ অপরাহ্ণ

মুরগি পালনে করনীয়
মুরগি পালনে করনীয়
০১সকালে মুরগির ঘর খুলে কিছু খাবার দিতে হবে।
০২সন্ধ্যায় মুরগি ঘরে ওঠার আগে আবার কিছু খাবার দিতে হবে।
০৩ঘরে উঠলে দরজা বন্ধ করে দিতে হবে।
০৪মুরগির পায়খানা ঘরের মেঝেতে যেন লেপ্টে না যায় সেজন্য ঝেতে ধানের তুষ বা করাতের গুঁড়া (১ ইঞ্চি) পুরু করে বিছাতে হবে।
০৫পায়খানা বা লিটার শক্ত জমাট বেঁধে গেলে বারবার তা উলট-পালট করে দিতে হবে।
০৬কিছুদিন পর পর পায়খানা বা লিটার পরিষ্কার করতে হবে।

 এ পদ্ধতিতে দেশি মোরগ- মুরগি পালন করা গেলে প্রায় তেমন কোন খরচ ছাড়াই ভাল একটা মুনাফা পাওয়া যাবে।