Loading..

ভিডিও ক্লাস

২৩ এপ্রিল, ২০২২ ০৮:৫৩ পূর্বাহ্ণ

প্রিন্টার ইন্সটলেশন

প্রিন্টার হলে একটি ইলেকট্রনিক ডিভাইস। যার সাহায্যে কম্পিউটারের কোন ডকুমেন্টস সফট কপি থেকে হার্ডকপি বা কাগজে ছেপে বের করা হয়। এটি হলো কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস।

  • 1868 সালে Christopher Sholes দ্বারা typewriter ইভেন্ট (invent) করা হয় যেটাকে প্রিন্টারের অগ্রদূত হিসেবে বিবেচিত করা হলো।
  • Remington-Rand দ্বারা প্রথম high speed printer টিকে developed করা হলো 1953 সালে। এটাকে ডিজাইন করা হয়েছিল UNIVAC computer গুলোর সাথে ব্যবহার করার উদ্দেশ্যে।
  • 1957 সালে IBM দ্বারা প্রথম dot matrix printer টিকে develop করা হলো।
  • 1968 সালে প্রথম electronic mini-printer টিকে develop করা হলো “Shinshu Seiki Co.” দ্বারা যেই কোম্পানি আজ “Epson” জনপ্রিয় এবং বিখ্যাত।
  • 1970 সালে প্রথম dot matrix impact printer টিকে develop করা হয় Centronics দ্বারা।
  • 1971 সালে Gary Starkweather দ্বারা প্রথম laser printer টিকে develop করা হয় যখন তিনি Xerox এর মধ্যে কাজ করছিলেন। তিনি, 7000 copier নাম Xerox model টিকে modify করে laser printer টিকে বিকশিত করে থাকেন।
  • 1972 সালে প্রথম thermal printers গুলোকে বাজারে উপলব্ধ করা হলো যেগুলোকে মূলত portable machines এবং retail stores গুলোতে ব্যবহার করার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছিল।
  • 1976 সালে প্রথম inkjet printer বিকশিত (develop) করা হয় “Hewlett-Packard” দ্বারা।
  • 1976 সালে IBM দ্বারা প্রথম first high-speed laser printer যার নাম চলো “IBM 3800 Printing System”, নিয়ে আসা হলো।
  • 1977 সালে Siemens দ্বারা প্রথম DOD (drop-on-demand) inkjet printer বিকশিত (developed) করা হলো।
  • 1979 সালে Canon দ্বারা তাদের LBP-10 নিয়ে আসা হলো যেটা ছিল প্রথম semiconductor laser beam printer.
  • 1984 সালে Hewlett-Packard (HP) তাদের প্রথম laser printer (HP LaserJet) নিয়ে আসে।
  • 1988 সালে FDM (fused deposition modeling) এর technology টিকে Scott Crump এর দ্বারা বিকশিত করা হলো যেটা প্রচুর modern 3D printers গুলোতে ব্যবহার হয়ে থাকে।