Loading..

প্রকাশনা

১৩ মে, ২০২২ ০১:০৯ পূর্বাহ্ণ

সৃজনশীল লেখা (পত্র/চিঠি)
সৃজনশীল লেখা(পত্র/চিঠি)
                                                                                             তাং-১০/০৫/২২ইং
প্রিয় নাড়ি ছেঁড়া ধন,                                                                                                                  সখিপুর, টাংগাইল।
ওপারে কেমন আছিস বাবা?আমি জানি তুই ভালো আছিস,সৃষ্টিকর্তার হেফাজতে আছিস। আমিও সৃষ্টিকর্তা ও তোর আশির্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই ছিলি আমার সৃষ্টিকর্তার দেয়া সেরা উপহার।কিন্তু তোকে বেশিদিন বুকে আগলে রাখতে পারলামনা।যে ভালোবেসে তোকে উপহার দিলো, সেই আবার কেড়ে নিলো!!!! আঁচল পেতে তার কাছে কতো তোকে ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তিনি আমার এ চাওয়াটা পছন্দ করলেননা।আমাকে উপহার দিয়ে আবার তিনিই আমার বুক থেকে তোকে চিলের মতো থাবা দিয়ে কেড়ে নিয়ে গেলো।আর আমি নিঃস্ব হয়ে গেলাম চিরতরে। তোকে হারানোর ক্ষতটা আজো বুকে ধকধকে হয়ে আছে।তোর কথা মনে হলেই সেই ক্ষত হতে রক্তবহে ঝর্ণাধারায়। আমার প্রতিটি শিরা উপশিরায় প্রবাহিত রক্তকণিকা হতে তৈরিকৃত বুকের দুধ তুই পান করেছিস,আর তৃপ্তি ভরে আমি তোকে পান করিয়েছি।এটা ছিলো আমার মাতৃত্বের স্বাদ।তোকে বুকে জড়িয়ে আমার হৃদয় এক অচেনা সুখে মুখরিত হতো।তোকে চুমু খেয়ে আমার তৃষ্ণার্ত সুখের তৃষ্ণা মিটিত। তোর মুখের দিকে তাকালে আমার চারিপাশ উজ্জ্বল আলোয় ঝলমল করতো।কিযে সুখ,সুখ লাগতো তোর শিহরণে!!! সেই অনুভূতি গুলো আজো ডানা মেলে উড়ে বেড়ায় আমার হৃদয় দুয়ারে।তোর সেই হাসি আজো আমায় হাতছানি দেয়।তোর মনে আছে কিভাবে আমার মুখের দিকে তাকিয়ে থাকতি?পলকহীন চোখে আমায় সারাজীবনের দেখা যে অল্প কয়েকদিনেই দেখে শেষ দিবি এটা বুঝতে পারিনি।তোর বাবা যখন তোকে কোলে নিতো তখনও তুই আমার দিকেই চেয়ে থাকতি।তোর বাবা রাগ করে আমাকে বলতো,তুমি এখান থেকে দূরে যাওতো!!! না হয় আমার তায়্যিব আমাকে দেখবেনা।আমি দূরে চলে যেতাম। কিন্তু তুইতো নাছোড়বান্দা, ঘাড় ঘুরিয়ে যতদূর চোখ যায় শুধু আমাকেই দেখতি।কিন্তু তখন বুঝতে পারিনি তুই আমাকে বেশিদিন দেখার সুযোগটা পাবিনা।তাই হয়তো সারাজীবনের দেখা অল্প কদিনেই দেখে শেষ দিয়েছিলি।তোর সেই মায়াবী দৃষ্টি, মায়াভরা আঁখি এখনো আমায় অশ্রুসিক্ত করে।ওরে আমার নাড়ি ছেঁড়া ধন তোর কি মনে আছে,তুই যখন আমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলি তখনো আমার মুখের দিকেই তাকিয়েছিলি।আমি বুঝতে পাচ্ছিলাম তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, কিন্তু আমি মা হয়েও কিছুই করতে পারিনি।আমার করার কিছু ছিলোনা।কারন আমার চেয়েও আমার আর তোর সৃষ্টিকর্তা তোকে বেশি ভালোবাসতো।তাইতো আমার বুকটাকে খালি করে ঐ বিধি তোকে তাঁর করে নিলো।সোনামানিক আমার, আমি অপেক্ষায় আছি মৃত্যুর পর তোকে পাবার আশায়।তোর এই অসহায় দুখিনী মাকে নিরাশ করিসনা।তোকে কাছে পাবার আশায় বুক বাধিলাম, স্রষ্টার ডাকযোগে চিঠি পাঠালাম।যদি পাস চিঠি খানা,উত্তর দিতে কভু ভুলিসনা।ওপারে ভালো থাকিস বাবা, আর আমাকে মনে রাখিস।
ইতি,
তোর দুখিনী "মা"

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি