Loading..

উদ্ভাবনের গল্প

২৭ জুন, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ

বিজ্ঞান: রাডার উদ্ভাবনের গল্প

রাডার উদ্ভাবনের প্রথম কৃতিত্ব জার্মান বাহিনীর সিগন্যাল রিসার্চ বিভাগের প্রধান ড. রুডলফ কুনন্ডের। তিনি ১৯৩৩ সালে ৬০০ মেগাসাইকেল কম্পযুক্ত একটি ৭০০ ওয়াটের ট্রান্সমিটার, একটি রিসিভার, একটি ডিস্ক রিফলেক্টর নিয়ে এ যন্ত্রটি তৈরি করেন। তার সেই নতুন যন্ত্র নিয়ে প্রথম ব্যবহারিক পরীক্ষাটি চালানো হয় কিয়েলহারবারে ১৯৩৪ সালের ২০ মার্চ। প্রায় ৬০০ গজ দূরে নোঙর করা যুদ্ধজাহাজ হেস থেকে প্রতিধ্বনি সংকেত বেশ ভালোভাবেই ধরা পড়ে এ যন্ত্রে। এরপর ওই বছরই অক্টোবর মাসে লুবেকের কাছে পেলজারকেনে নৌগবেষণা সংস্থায় এ যন্ত্র স্থাপন করে তাতে ৭ মাইল দূরের এক জাহাজের সংকেত ধরা হয়। ওই পরীক্ষার সময়ই একটি সি প্লেন হঠাৎ সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। তার অস্তিত্বের কথাও জানিয়ে দেয় যন্ত্রটি। বলা যেতে পারে, সেটিই ছিল রাডারে প্রথম বিমানের অস্তিত্ব ধরা পড়া।