Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৪ জুলাই, ২০২২ ০৬:১৭ পূর্বাহ্ণ

মানুষ মানুষের দায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হলো

একজন আদশবান মানুষের দায়িত্ব পালন কি ভাবে করতে হবে আমরা সকলেই অবগত আছি  আমরা একদিন  এ সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তব যাওয়ার আগে ধমীয় অনুশাসন বিধিবিধান মেনে জীবন গঠন করলে পরকাল আছে সফলতা ও কামিয়াবি নসিব। একজন মানুষ হিসেবে দায়িত্ব নিজে যা খাবে প্রতিবেশীর খবর নিবে সে খেয়েছে কিনা  হযরত মুহাম্মদ দঃ বলেছেন তোমাদের মাঝে উত্তম হলো একজন অপর জনকে  আহার দিবে খাদ্য দিবে। পরিচিত অপরিচি। ত সকলকে সালাম দিবে,  অসুস্থ হলে সেবা করবে, কেউ মারাগেলে পরিবার কে সান্তনা দিবে, এবং তাহার কাপন দাপনে শরিক হবে, এবং তাহার ঋণ থাকলে পরিশোধ করে দিবে, উপস্থিত অনুপস্থিত মানুষের ভালো কামনা করবে 

নিজের দারা অন্যর যেন খতি না এবিষয়ে সতক থাকতে হবে পশুপাখির প্রতি দয়া করতে হবে আল্লাহ তায়ালা আমাদের কে সঠিক মানুষ হিসেবে কবুল করেন আমিন আমিন আমিন। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি