Loading..

খবর-দার

০৭ ডিসেম্বর, ২০১৮ ১২:০০ পূর্বাহ্ণ

দক্ষ শিক্ষকের সিঁড়ি।
বর্তমান শিক্ষা ব্যবস্থায় একজন দক্ষ শিক্ষক হিসাবে গড়ে উঠতে হলে অবশ্যই দরকার বাতায়নের মাধ্যমে বিভিন্ন প্রদ্ধতিতে কন্টেন্ট তৈরির কৌশল। সেই কৌশলকে কাজে লাগিয়ে শ্রেনীকক্ষে প্রতিটি ক্লাশে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাশ পরিচালনা করা।এর মাধ্যমে কোমল মতি ছাত্র/ছাত্রী সহজ প্রদ্ধতিতে সৃজন শীলের কৌশল শিখতে পারবে। এরজন্য ধন্যবাদ জানাই a2i কে। যার মাধ্যমে আজ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। আরেকটি ধাপ "মুক্তপাঠ" যেখানে রয়েছে উন্মক্ত আকাশের মত। যে যারমত যা শিখতে চায় তাই শিখতে পারে। এর জন্যও ধন্যবাদ জানাই a2i কে।যা একজন শিক্ষক নিজে শিক্ষা গ্রহন করে, অন্যকে শিক্ষা দান করতে সহায়তা করতে পারে। আসুন আমরা শিক্ষক সমাজ দক্ষ শিক্ষকের সিঁড়ি বেয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি।।