Loading..

খবর-দার

২৬ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

ICT4E, রংপুর বিভাগীয় জেলা অ্যাম্বাসেডরদের দিনব্যাপী মিলন মেলা " স্বপ্ন সত্যির আসর ২০১৯"
অদ্য ২৫-০১-২০১৯ খ্রীষ্টাব্দ ICT4E, রংপুর বিভাগীয় জেলা অ্যাম্বাসেডরদের দিনব্যাপী মিলন মেলা " স্বপ্ন সত্যির আসর ২০১৯" অনুষ্ঠিত হল  লালমনিরহাট জেলার কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রবিউল হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব কবির হোসেন , সহযোগী অধ্যাপক, সংযুক্ত কর্মকর্তা এটুআই, জনাব রফিকুল ইসলাম সুজন , এডুকেশনাল টেকনোলজি এক্সপার্ট, এটুআই,জনাব আমিনুর রহমান , সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ, জনাব মোঃ গোলাম আহমেদ ফারুক , সহযোগী অধ্যাপক, রংপুর টিচার্স ট্রেনিং কলেজ, জনাব মোঃ জাহাঙ্গীর হাসান , সহযোগী অধ্যাপক, রংপুর টিচার্স ট্রেনিং কলেজ, জনাব আফরোজা বেগম , উপজেলা সহকারী শিক্ষা অফিসার, কালীগঞ্জ, লালমনিরহাট,জনাব লিপিকা দত্ত , উপজেলা শিক্ষা অফিসার, লালমনিরহাট সদর এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক । এ ছাড়াও রংপুর বিভাগের ৮ জেলা থেকে আগত জেলা অ্যাম্বাসেডর শিক্ষক, আইসিটি শিক্ষক এবং প্রতিশ্রুতিশীল শিক্ষক ফোরাম, কালীগঞ্জ এর প্রায় ২২০ জন শিক্ষক উক্ত  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । স্বপ্ন সত্যির আসরে বক্তারা কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খুরশীদুজ্জামান আহম্মেদের সফল নেতৃত্বের ভুয়সী প্রশংসা করে বলেন , আমাদের প্রতিটি জেলায় যদি এ রখম একজন করে খুরশীদুজ্জামান হত তাহলে শিক্ষাকে এগিয়ে নিতে বেশীদিন সময় লাগত না । এ টু আই এর কর্মকর্তা জনাব কবির হোসেন বলেন , আমাদের প্রত্যেকের ভিতর প্রবেশ করা মহাশক্তিধর দৈত্যকে জাগাতে গবে । তাহলে অতিসত্তর শিক্ষায় বিপ্লব ঘটানো সম্ভব ।  জনাব রফিকুল ইসলাম সুজন বলেন ,  শিক্ষার গুণগত মান উন্নয়নে নিজেরদের উদ্ভাবনী ধারণাকে কাজে লাগিয়ে গ্রীন এন্ড ক্লীন স্কুল তৈরি করার মাধ্যমে সকল শিক্ষার্থী যেন মানব সম্পদে পরিণত হয় এই চেষ্টা অব্যাহত রাখতে হবে । এ জন্য অ্যাম্বেসেডর শিক্ষকসহ সকল শিক্ষকদের পরামর্শ দেন ,  বলেন,  শুধু মাত্র পরিক্ষায় ভালো ফলাফল হলে বা এ+ পেলেই গুনগত শিক্ষা অর্জন হবে না । আমাদের শিক্ষার রোল মডেল তৈরি করতে হবে, আর এ রোল মডেল তৈরি করতে হলে শিক্ষার্থীদের 6 C এর বিষয়ে মনোযোগ রাখতে বলেন । আর তা হলো ,  Critical Thinking, Collaboration, Creativity, Communication, Citizenship/ Culture, Character Education/ Connectivity ।  এই ৬ টি বিষয় সম্পর্কে অবশ্যই  দক্ষতা অর্জনের জন্য আমাদের কাজ করতে হবে । আসরে  ,অ্যম্বাসেডর বৃন্দ ২০১৯ সালকে ' স্বপ্নের বিদ্যালয় গড়ি , নিজেকে দিয়ে শুরু করি , এই শ্লোগানকে কাজে লাগিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন ।রংপুর বিভাগের  অ্যাম্বাসেডর সভাপতি জনাব মিজানুর রহমান পরবর্তী কর্মসুচী ঘোষণা করেন এবং পরিশেষে খাওয়া-দাওয়া , আনন্দ -উল্লাস আর হৈ-চৈ এর মাধ্যমে আসরের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান আয়োজক কে ইউ পি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খুরশীদুজ্জামান আহম্মেদ ।