Loading..

খবর-দার

০১ নভেম্বর, ২০১৯ ০৭:২৪ অপরাহ্ণ

এমন বৈষম্য কেন? জেএসসিতে ৬৫০ আর জেডিসিতে ৯৫০ নম্বর। ।

আগামীকাল হতে সাধারণ শিক্ষায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেওএসসি)পরীক্ষা পাশাপাশি মাদরাসা শিক্ষায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শিক্ষার একই স্তর , সমবয়সী  শিক্ষার্থী এবং একই পাঠ্যক্রম অথচ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে মাদরাসা শিক্ষার্থীরা অনেক বৈষম্য নিয়ে।


 অর্থাৎ স্কুলে পড়ূয়া শিক্ষার্থীরা পরীক্ষা দিবে ৬৫০ নম্বরের মধ্যে ; পক্ষান্তরে মাদরাসা শিক্ষার্থীদের আরো ৩০০ নম্বরে বেশি পরীক্ষা দিতে হবে। সুতরাং মাদরাসা শিক্ষার্থীদের মোট ৯৫০ নম্বরে পরীক্ষা যুদ্ধে  মোকাবেলা করতে হবে।


  এক ও অভিন্ন শিক্ষানীতি ,তবুও কেন শিক্ষা ব্যবস্থায় এত বৈষম্য? আশা করছি বিষয়টি সংশ্লিষ্ঠদের সুনজরে একদিন আসবেই।


জেওএসসি এবং জেডিসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ও দোয়া রইলো।