Loading..

খবর-দার

৩০ ডিসেম্বর, ২০১৯ ০৯:৫৯ পূর্বাহ্ণ

"মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি" বিষয়ক একটি কর্মশালা আয়োজন

এটুআই এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসন ২৯ ডিসেম্বর, ২০১৯ তারিখে "মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি" বিষয়ক একটি কর্মশালা আয়োজন করে।


কর্মশালায় বরিশাল জেলার জেলা প্রশাসক জনাব এস এম অজিয়র রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব প্রশান্ত কুমার দাশ।  এটুআই-এর  ন্যাশনাল কনসালটেন্ট মাহবুবুর রহমান কর্মশালায় যোগদান করেন।


কর্মশালায় মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদফতর, চেম্বার অব কমার্সের প্রতিনিধি, শিল্প-প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ কিভাবে একসাথে কাজ করতে পারে এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম মনিটরিং-কে কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা হয়।